বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ফের বিধিনিষেধ কিছুটা শিথিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। এদিন সরকারি এবং বেসরকারি বাস সহ অটো এবং টোটো চালু করার ঘোষণা করলেন তিনি। তবে ট্রেন যে এখনও চালানো হবে না, সেটাও আবার স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তবে এই প্রথম না, গত সপ্তাহেও বুঝিয়ে দিয়েছিলেন যে ট্রেন এখুনি চালু করতে রাজি নন তিনি।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আজ রাজ্যে ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো ঘোষণা করলেন। তবে করোনা নিয়ম মেনে রাজ্যে সরকারি, বেসরকারি বাস চালানো যাবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানান, ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে সরকারি এবং বেসরকারি বাস চালানো যাবে। টোটো এবং অটোও চালানো যাবে বলে জানান তিনি। গণ পরিবহণে মাস এবং স্যানিটাইজেশন যে বাধ্যতামূলক, তা আবারও স্মরণ করিয়ে দেন তিনি।
সাংবাদিকরা যখন রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে প্রশ্ন করেন, তখন মুখ্যমন্ত্রী মুখের উপরে বলে দেন যে, লোকাল ট্রেনের কথা আলোচনা করেছি কি? ওটা নিয়ে যখন আলোচনা করিনি তাহলে ওটা বাদ। এখনও ট্রেন চালানো মতো পরিস্থিতি হয়নি।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই গত ৬ মে থেকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করেছিল নবান্ন। এরপর ১৬ মে থেকে রাজ্যজুড়ে বিধিনিষেধ লাগু করেন মুখ্যমন্ত্রী। লোকাল ট্রেন, মেট্রোর পাশাপাশি সমস্ত গণপরিবহণও নিষিদ্ধ করেন তিনি। গত সপ্তাহে নবান্নের বৈঠক থেকে লোকাল ট্রেন চালানো নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এখনও বিধিনিষেধ জারি আছে। আগে করোনা কমুক তারপর দেখা যাবে। এখন ট্রেন চালালে দুনিয়ার লোকের কোভিড হবে, তখন কে দেখবে?