বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহে একটা ছুটির দিন, আর সেদিন একটু মজা, আনন্দ হবে না তা কি হয়? পরিচালক রাজ চক্রবর্তী (raj chakraborty) এখন বিধায়কও বটে। কাজের দায়িত্ব বেড়েছে দ্বিগুণ। অপরদিকে ইউভানের (yuvaan) জন্মের পর বেশ কয়েক মাসের মাতৃত্বকালীন ছুটি কাটানোর পর আবার শুটিং সেটে ফিরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (subhashree ganguly)। তাই রবিবারের ছুটির দিনে রাজ শুভশ্রী মিলেই ছেলে ইউভানের সঙ্গে মাতলেন আনন্দে।
বন্ধু বান্ধবদের সঙ্গে পুল পার্টিতে মাতলেন রাজ ও শুভশ্রী। এই প্রথম সুইমিং পুলের জলে নামল ছোট্ট ইউভান। কমলা রঙের প্রিন্টের শর্টস পরে এদিন মায়ের সঙ্গে পুলের জলে চুটিয়ে মজা করল ইউভান। অপরদিকে রাজ শুভশ্রী দুজনেই টুইনিং করে পরেছিলেন কালো টিশার্ট ও ধূসর রঙের শর্টস।
একটা গোটা দিন পুলের জলে দারুন মজা করে কাটালেন রাজ, শুভশ্রী ও ইউভান। সেই পুল পার্টির কিছু ছবি, ভিডিও শেয়ার করা হয়েছে শুভশ্রীর ফ্যানপেজ থেকে। আর শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওগুলি। বিধায়ক রাজকেও দেখা গিয়েছে ছুটির দিনে স্ত্রী, ছেলেকে সঙ্গে নিয়ে মন খুলে আনন্দ করতে।
https://www.instagram.com/reel/CQnmCqsBa6y/?utm_medium=copy_link
সম্প্রতি দু চাকা ছেড়ে চারচাকা চালাতে শিখছে ইউভান। তাও আবার মাত্র সাড়ে নয় বছর বয়সে। বাবার কোলে কখনো বসে, কখনো দাঁড়িয়ে আবার কখনো খানিক লাফিয়ে গাড়ি চালানো শিখছে ছোট্ট ইউভান। কিন্তু এর মাঝেও গাড়ির স্টিয়ারিং কিন্তু হাতের থেকে ছাড়েনি সে। ইউভানকে দেখে রাজের মুখের হাসি থামছে না।
https://www.instagram.com/p/CQqbtzVBUXx/?utm_medium=copy_link
ছেলের কাণ্ডকারখানার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট ছেলে এখন দু চাকা ছেড়ে চার চাকায় পৌঁছে গিয়েছে। সাড়ে নয় মাসে গাড়ি চালাতে শিখছে’। ইউভান ও রাজের কিছু মিষ্টি ছবি উঠে এসেছে শুভশ্রী গাঙ্গুলীর ইনস্টা হ্যান্ডেলেও। নেটিজেনরা আদরে ভরিয়ে দিয়েছে ছোট্ট ইউভানকে।
কিছুদিন আগে বাবার বাইকে চেপে ক্যামেরার জন্য পোজ দিয়েছিল ছোট্ট ইউভান। পাশে দাঁড়িয়ে এক হাত দিয়ে ছেলেকে ধরে রেখেছিলেন রাজ। সেই ছবিগুলি শেয়ার করে রাজ লিখেছিলন, ‘আমার প্রথম বাইক পালসার ১৫০। ২০০৩ সালে আমার প্রথম পারিশ্রমিক দিয়ে এই বাইকটা কিনেছিলাম, যেটা আমার ছেলে এখন চড়তে চাইছে। আমি নিশ্চিত ও যখন বড় হবে তখন এই বাইকটা চালাতে চাইবে। আমি সেই দিনের জন্য এটা রেখে দেব।’