ভারতীয় সেনার বড় সাফল্য, এনকাউন্টারে খতম লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার

বাংলাহান্ট ডেস্কঃ ফের জঙ্গি দমনে বড় সাফল্য পেল ভারতীয় সেনা (indian army)। জম্মু- কাশ্মীর পুলিশ সূত্রে খবর, খতম কুখ্যাত জঙ্গি সংগঠন কমান্ডার নাদিম আবরার-সহ দুই জঙ্গি। জানা গিয়েছে, কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় জড়িত ছিল এই জঙ্গি সংগঠন।

সূত্রের খবর, সোমবার শ্রীনগরের পারিমপোরা এলাকায় ওই জঙ্গিগোষ্ঠীকে প্রথমে ঘিরে ফেলা হয়। এরপর এনকাউন্টারে খতম হয় লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার এবং এক পাকিস্তানি জঙ্গিও। জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান আইজিপি বিজয় কুমার, নিজেই এই কথা জানিয়েছেন। জানা গিয়েছে, কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় জড়িত ছিল লস্কর-ই-তইবার কমান্ডার নাদিম আবরার।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় কিছুটা বিপাকে পড়েছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনগুলি। ভারতীয় সেনাদের কড়া পাহারার ফলে, ভারতের উপর হামলার ছক প্রতিনিয়তই বানচাল হয়ে যাচ্ছে। সেইকারণেই, মাঝে মধ্যে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ সংগঠনগুলো সেনাদের উপর হামলা চালিয়ে, নিজেদের সদস্যদের মনোবল বাড়ানোর কাজ করছে। যার ফল স্বরূপ জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে জোড়া বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে এসেছে।

Smita Hari

সম্পর্কিত খবর