‘দেশের মাটি’কে বয়কটের ডাক নেটদুনিয়ায়, ট্রোলারদের সপাটে উত্তর শ্রুতির

বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ত্রিনয়নীর মুখ‍্য চরিত্রে অভিনয় করে কিছুদিনের মধ‍্যেই সবার মন জয় করে নিয়েছিলেন শ্রুতি দাস (shruti das)। শুধু রূপ নয়, গুণবতীও বটে শ্রুতি। প্রথম সিরিয়ালের সাফল‍্যের পরেই তিনি পেয়ে গিয়েছেন দ্বিতীয় সিরিয়াল। স্টার জলসার ‘দেশের মাটি’ সিরিয়ালে অভিনয় করছেন শ্রুতি। কিন্তু অভিনয় দক্ষতা দিয়েও নেটিজেনদের একাংশকে খুশি করতে ব‍্যর্থ হয়েছেন তিনি। উলটে ধেয়ে এসেছে রূপ, গাত্রবর্ণ নিয়ে কটাক্ষের তীর।

প্রায়ই সোশ‍্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব‍্য, ট্রোলের সম্মুখীন হতে হয় শ্রুতিকে। ব‍্যক্তিগত থেকে শুরু করে পেশাগত জীবন সবেতেই অবাঞ্ছিত কৌতূহল দেখায় নেটিজেনদের একাংশ। তবে এসব কুমন্তব‍্য থেকে দূরে পালানোর পাত্রী নন শ্রুতি। বরং যাবতীয় ট্রোল, সমালোচনার উচিত জবাব দিতেই ভালোবাসেন তিনি।

IMG 20210629 154649
এবারেও নেটিজেনদের ট্রোলের সপাটে জবাব দিয়েছেন শ্রুতি। ‘দেশের মাটি’ সিরিয়ালে নোয়া কিয়ান ছাড়াও রাজা মাম্পিও জুটিও দারুন জনপ্রিয়তা পেয়েছে। রাজা মাম্পির জনপ্রিয়তা যত বাড়ছে নোয়া ওরফে শ্রুতির বিরুদ্ধে ততই বিষ উগরে দিচ্ছে নেটজনতার একাংশ। এমনকি স্টার জলসা ও দেশের মাটি বয়কটের ডাকও দিয়েছে কয়েকজন। এবার তাদের উদ্দেশেই কড়া বার্তা দিলেন শ্রুতি।

https://www.instagram.com/p/CQsvAu9s9xe/?utm_medium=copy_link

নিজের ফেসবুক হ‍্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আবার ও ক্রমাগত “নোয়া কে নায়িকা মানছি না মানব না” মার্কা পোষ্টে আমার নিউজ ফিড নোংরা হচ্ছে। “বয়কট স্টার জলসা””বয়কট দেশের মাটি ” এসব আমায় শুনিয়ে খুব একটা আশানুরূপ ফল পাবেন বলে মনে হয়না। আমি নায়িকা হতে আসিনি,অভিনেত্রী হতে এসেছি যিনি/যারা আমায় যথাযথ চরিত্র দিয়েছেন আমি তাঁর/তাঁদের প্রতি কৃতজ্ঞ। আর আমি নিজেকে নায়িকা বলে দাবীও করিনা। তাই “TAG Shruti Das TO REACH OUR WORDS TO HER” বলে জাস্ট কোনো লাভ নেই। সুস্থতা কামনা করি। পোষ্ট দিয়েও কোনো লাভ নেই জানি তবু আমি থামতে শিখিনি।’

https://www.instagram.com/p/CQoZA-rsbTe/?utm_medium=copy_link

এর আগেও এমন কটাক্ষের মুখে পড়তে হয়েছিল শ্রুতিকে। বলা হয়েছিল, দেশের মাটি সিরিয়ালে নায়িকার জায়গা হারিয়েছেন শ্রুতি। তখনো ট্রোলারদের সপাটে উত্তর দিয়ে তিনি বলেছিলেন, ‘”দেশের মাটিতে তো তোমরা আর হিরো হিরোইন রইলে না!” এসব বলেও আমার মনোবল ভাঙবে না কিন্তু রোজরোজ এত মানুষের মৃত্যু গুলো আমার মনোবল ভেঙে দিচ্ছে। মানসিক ভাবে একটু প্রপার মানুষ হওয়ার চেষ্টা করুন প্লিজ। শারীরিক ভাবে হলে এক্সট্রা দু-টো পা যুক্ত হয়ে একটু পশুদের মত অবলা হতে বলতাম। সুস্থ থাকুন, সাবধানে থাকুন’।

Niranjana Nag

সম্পর্কিত খবর