বাংলাহান্ট ডেস্কঃ উত্তরবঙ্গ নিয়ে ক্রমশ সংশয় প্রকাশ করছে আবহাওয়া দফতর (weather office)। এতদিন পর্যন্ত কমলা সতর্কতা জারী করা হলেও, এবার লাল সতর্কতা জারী করল হাওয়া অফিস। আগামী ২ রা জুলাই অবধি অতি ভারী বৃষ্টির কারণে, বেশকিছু এলাকা জলের তলায় তলিয়ে যাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।
পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। সেইসঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যুক্ত হওয়ার কারণে, সব মিলিয়ে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 30° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 27° C |
আদ্রতা | 84% |
বাতাস | 18 km/h |
মেঘে ঢাকা | 94% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বাংলার উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করার পাশাপাশি আলিপুরদুয়ারের কিছু জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ১ লা জুলাই দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা এবং কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ২ রা এবং ৩রা জুলাইও কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কখনো কখনো বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করার পাশাপাশি মুশির্দাবাদ, নদীয়া, বীরভূমেও বজ্রবিদ্যুতসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।