মেকআপ এডিটিং ছাড়াই সোশ্যাল সাইটে ছবি শেয়ার নুসরতের, মুহূর্তেই ভাইরাল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সন্তানসম্ভবা হওয়া নিয়ে কম বিতর্কে জড়াননি অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান (Nusrat Jahan)। এমনকি তার বিবাহ নিয়েও কটাক্ষের তীব্র সুর চড়িয়েছেন বিরোধী দলের নেতারা। কেউ কেউ এমনটাও বলেছেন মানুষের সাথে প্রতারণা করেছেন তিনি। কিন্তু সে সব এখন অতীত। এবার নিজেই আড়াল থেকে বেরিয়ে এলেন নুসরাত। সম্পূর্ণ মেকআপ ছাড়া পোস্ট করলেন নিজের বর্তমান সময়ের ভিডিও।

যে কোন নারীর কাছেই জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং আনন্দের মুহূর্ত হলো মাতৃত্বের কাল। দুর্ভাগ্যবশত সেই সময়ই অনেক বিতর্কে জড়াতে হয়েছে রুপোলি পর্দার এই নায়িকাকে। এবার সমস্ত আড়াল দূরে সরিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরি’তে ভিডিও পোস্ট করে নুসরাত লিখলেন ‘নো ফিল্টার ডে’। এর মধ্যে অন্য কোন বার্তা লুকিয়ে আছে কিনা তা অবশ্য ভেবে দেখতে পারেন অনেকেই।

তবে নুসরাত আপাতত মেতে রয়েছেন মাতৃত্বের আনন্দে। ভিডিওটিতে দেখা যাচ্ছে হালকা নীল রঙের পোশাক পড়ে গাড়ির ভিতর বসে রয়েছেন তিনি। মাঝে মাঝে চোখ বন্ধ করে ফেলছেন গভীর আনন্দে। এছাড়া সকলের উদ্দেশ্যে হাত তুলে দেখাচ্ছেন ‘ভিক্ট্রি সাইন’। হয়তো বুঝিয়ে দিতে চাইছেন, মাতৃত্বই একজন নারীর কাছে সব থেকে বড় জয়।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিভিন্ন ছবিতে মাতৃত্বের আভাস প্রকাশ্যে এসেছে ঠিকই তবে তাতে ছিল মেকআপের আড়াল। কিন্তু আজ দর্শকদের সঙ্গে আর সেরকম কোন আড়াল রাখলেন না এই জনপ্রিয় অভিনেত্রী।

সম্পর্কিত খবর

X