বাংলা হান্ট ডেস্কঃ নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যানসার রিসার্চ সেন্টারের মতে, প্রতিবছর বাংলায় ক্যানসারে আক্রান্ত হন প্রায় ৭০ হাজার মানুষ। যাদের মধ্যে অনেকেই মারা যান সঠিকভাবে চিকিৎসা না পেয়ে। গবেষণা অনুযায়ী, প্রতিবছর বাংলায় ক্যানসারে মৃত্যুর সংখ্যা প্রায় ৩৫ হাজার। আর তাই স্বাভাবিকভাবেই গোটা দেশের মতো এ রাজ্যেও ক্যানসার চিকিৎসা একটি বড় অন্তরায়। সেই কথা মাথায় রেখেই এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এই সাংবাদিক বৈঠকেই তিনি জানান, রাজ্যের অনেকেই ক্যানসার চিকিৎসার জন্য মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে ছুটে যান। কিন্তু সেখানেও নানা ধরনের সমস্যায় পড়তে হয় মানুষকে৷ কখনও কখনও চিকিৎসকদের দেখানোর জন্য ডেট পাওয়া যায় না। তার ওপর খাওয়া এবং থাকা নিয়েও সমস্যায় পড়তে হয়। এবার সেই অসুবিধার কথা মাথায় রেখেই টাটা মেমোরিয়াল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাংলাতেই দুটি ক্যানসার হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর একটি তৈরি হবে এসএসকেএমে এবং অন্যটি হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলার ক্যানসার রোগীদের ২৫ শতাংশই মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা করাতে যান। টাটা সেন্টারের যে হাসপাতাল রয়েছে ওখানে। কিন্তু ওখানে থাকা, খাওয়া, যোগাযোগে ভীষণ অসুবিধেয় পড়তে হয়। ডাক্তার দেখানোর তারিখ পাওয়ার ক্ষেত্রেও ভীষণ অসুবিধে হয়। মানুষ সমস্যায় পড়েন। সেই নিয়ে চিন্তাভাবনার পর আমরা টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলাম। মু্ম্বইতে যেমন রয়েছে, টাটা মেমোরিয়াল এবং বাংলার সরকার মিলে রাজ্যে সে রকম দু’টি ক্যানসার হাসপাতাল গড়বে। একটি এসএসকেএম হাসপাতালে, অন্যটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।’’
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বাংলা একবার এই হাসপাতাল তৈরি হলে মানুষকে আর চিকিৎসার জন্য কষ্ট করে বাইরে যেতে হবে না। এতে স্বাভাবিক ভাবেই চিকিৎসার খরচও অনেকটাই কমবে। এখন এই হাসপাতাল নির্মানের কাজ কবে শুরু হয় সেদিকেই নজর থাকবে সকলের।