বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে (Keshpur) হুল দিবসের (Hul Diwas) দিনে তুমুল সংঘর্ষ বাধে আদিবাসী সম্প্রদায় আর তৃণমূল কর্মীদের মধ্যে। এক তৃণমূল কর্মীর হাতের আঙুলও কেটে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তির, ধনুক আর বল্লমদের তৃণমূলের কর্মীর উপর হামলা হয় বলে জানা গিয়েছিল। আক্রান্ত তৃণমূল কর্মী হাবিবুর রহমানকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে শাসক দল।
বুধবার কেশপুরের কইগেরা এলাকায় বিজেপি আর তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে একজন আহত হন। অভিযোগ স্থানীয় প্রঞ্চায়েতের তৃণমূল উপ প্রধানের ভাই হাবিবুর রহমানের উপর তির, ধনুক, বল্লম নিয়ে হামলা করা হয়। হাবিবুরের শরীরে তির লাগে বলে জানা গিয়েছে। গলায় এবং পিঠে তির লাগে তাঁর। এরপর তাঁর একটি আঙুলও কেটে নেওয়া হয় বলে অভিযোগ।
তৃণমূলের তরফ থেকে এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হয়েছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, বিজেপি এই ঘটনার সঙ্গে কোনোদিক থেকেই যুক্ত নয়। বিজেপির অনেক কর্মী এখনও আতঙ্কে ঘরছাড়া। তাই বিজেপি অশান্তি করতে যাবে না। এটা আদিবাসী সমাজের সঙ্গে তৃণমূলের ঝামেলা বলে দাবি বিজেপির।
হামলার পর পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, হুল দিবসের দিনে বিজেপি কয়েকজন আদিবাসীকে সঙ্গে করে নিয়ে এসে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। আমাদের একজন কর্মী এই হামলায় গুরুতর আহত হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের অবিলম্বে গ্রেফতার করা হোক।