বাংলাহান্ট ডেস্কঃ নতুন মাসের শুরুতেই আবারও বেড়ে গেল রান্নার গ্যাসের (lpg cylinder) দাম। সিলিণ্ডার পিছু দাম বাড়ল সাড়ে ২৫ টাকা। মধ্যবিত্তের হেঁসেলের আগুন যেন আরও বেড়ে গেল। একেই মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল হয়ে পড়ছে সাধারণ মানুষ। তারউপর প্রতি মাসেই প্রায় বেড়ে চলেছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম।
জানা গিয়েছে, ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে সাড়ে ২৫ টাকা এবং ৭৬ টাকা বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সুতরাং কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে এখন ৮৬১ টাকা। পাশাপাশি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১৬২৯ টাকা।
ফেব্রুয়ারি ও মার্চে রান্নার গ্যামের দাম ১০ টাকা কমলেও, তারপর মে মাসে দামের আর কোন পরিবর্তন হয়নি। তবে প্রতি মাসের পয়লা তারিখেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য নির্ধারণ করে। সেই হিসেবে জুলাই মাসের শুরুতেই নিতুন দাম নির্ধারণ হল রান্নার গ্যাসের। আর হিসেব বলছে অগ্নিমূল্যের বাজারে যোগ হল আবার রান্নার গ্যাসও। মাস পড়তেই দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের।