ভারতীয় ভ্যাকসিনকে স্বীকৃতি না দিলে ইউরোপিয়ানদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, EU-কে হুঁশিয়ারি কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্কঃ কোভিশিল্ড (covishield) ও কোভ্যাক্সিন (covaccine) টিকা প্রাপ্ত ভারতীয়দের ইউরোপীয় দেশগুলিতে (EU) ইউরোপের ভ্যাকসিন পাসপোর্ট দেওয়ার প্রস্তাব দিল ভারত (india)। তার বদলে ডিজিটাল কোভিড সার্টিফিকেট প্রাপ্ত পর্যটকরা ইউরোপীয় দেশ থেকে ভারতে এলে, তাঁদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ক্ষেত্রেও ছাড় দেওয়ার প্রস্তাব দিল ভারত সরকার। তবে এখন ইউরোপীয় দেশগুলি কি পদক্ষেপ নেয়, সেদিকে তাকিয়েই গোটা ভারত।

বিষয়টা হল, করোনাকালে পর্যটনের ক্ষেত্রে বিভিন্ন দেশের তরফে নানারকম বিধি নিষেধ জারি করা হয়েছে। যার মধ্যে ইউরোপীয় দেশগুলিতে পর্যটনের ক্ষেত্রে প্রধান বিষয় হল- ফাইজার, মর্ডানা,অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ভ্যাকসিন, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নিতেই হবে পর্যটককে। অর্থাৎ যে সকল ব্যক্তিরা এই সকল টিকার মধ্যে কোন একটি নিয়েছেন এবং কোর্স সম্পন্ন করেছেন, তারাই শুধুমাত্র ইউরোপীয় দেশে যাওয়ার অনুমতি পাবেন। আর এই নিয়ম চালু হচ্ছে ১ লা জুলাই থেকেই।

bbbfb

এক্ষেত্রে ভারত সরকার প্রস্তাব দিয়েছে, এই ক্ষেত্রে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকাকেও অনুমোদন দিতে হবে। অর্থাৎ, ভারতে এই দুটি টিকাই বর্তমানে দেওয়া হচ্ছে সকল দেশবাসীকে। সেক্ষেত্রে ইউরোপীয় দেশগুলির নির্ধারণ করে দেওয়ার টিকার সঙ্গে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে মান্যতা দিয়ে ভারতীয়রা যাতে ইউরোপের ভ্যাকসিন পাসপোর্ট পেতে পারেন, সেইজন্যই এই প্রস্তাব দেওয়া হয়েছে।

পাশাপাশি ভারত সরকার জানিয়েছে, ভারতের প্রস্তাবে রাজী হলে তবেই, ইউ ডিজিটাল কোভিড সার্টিফিকেটকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে ইউরোপকে সাহায্য করবে ভারত। যেখানে ডিজিটাল কোভিড সার্টিফিকেট প্রাপ্ত পর্যটকরা ইউরোপীয় দেশ থেকে ভারতে এলে, তাঁদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে।

Smita Hari

সম্পর্কিত খবর