বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে জারি করা বিধিনিষেধের মধ্যে আজ থেকে বাংলায় (west bengal) শিথিল হচ্ছে বেশকিছু ক্ষেত্র। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (mamata banerjee) ঘোষণা অনুযায়ী, বেশকিছু ক্ষেত্রে বিধি নিষেধ এখনও জারী থাকলেও, রাজ্যে শিথিল করে দেওয়া হচ্ছে একাধিক ক্ষেত্র। ১ লা জুলাই থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম।
দেখে নিন এই নতুন নিয়মে কি কি বিধি নিষেধ শিথিল করা হয়েছে-
- সরকারী এবং বেসরকারী সমস্ত বাসই রাস্তায় নামার অনুমতি পেয়েছে। তবে বাসে যাত্রী তোলার ক্ষেত্রে ৫০ শতাংশ বেঁধে দেওয়া হয়েছে। সেই জন্য ভাড়া বিভ্রাটের কারণে বেসরকারী বাসের চাকা চলবে কিনা সেবিষয়ে সংশয় থাকলেও, সরকারী বাস চলবে বলেই জানা গিয়েছে।
- স্বাভাবিকভাবেই রাস্তায় চলবে অটো ও টোটো।
- আগের মতই আগামী ১৫ ই জুলাই অবধি বন্ধ থাকছে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা।
- জরুরী প্রয়োজন ব্যাতীত রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাইরে বেরোনোতে জারী হয়েছে নিষেধাজ্ঞা।
- সকাল ৬ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ৫০ শতাংশ কর্মী নিয়ে খলা যাবে সেলুন ও বিউটি পার্লার।
- ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে জিম, যোগ সেন্টার।
- সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত খোলা থাকবে বাজার।
- সকাল ১ ১টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে খুচরো বিপণি ও হোটেল।
- ৫০ শতাংশ কর্মী নিয়ে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত খোলা যাবে সরকারি ও বেসরকারি অফিস।
- ৫০ জন পর্যন্ত অতিথি নিয়ে করা যাবে বিয়ের অনুষ্ঠান।