বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী শ্রুতি দাসের (shruti das) বিরুদ্ধে কটুক্তি যেন থামছে না। কৃষ্ণাঙ্গী অভিনেত্রী সিরিয়ালে দেখতে চান না বলে ‘দেশের মাটি’ সহ স্টার জলসা পর্যনশত বয়কটের ডাক দিয়েছেন একদল নেটনাগরিক। এসব করে কোনো লাভ নেই, এমনটা শ্রুতি স্পষ্ট জানাতেই কটাক্ষ আসে, তিনি নাকি চ্যানেলের সঙ্গে জোট পাকিয়ে অন্যান্য চরিত্রদের উচ্ছন্নে পাঠাচ্ছেন।
এতদূর অবধি তাও শ্রুতি নরমে গরমে সাবধান করে এসেছিলেন ট্রোলারদের। কটুক্তি না করার জন্য আবেদন করেছিলেন। তাতেও শোধরায়নি একশ্রেণীর মানুষ। এবার সরাসরি কুরুচিকর অভিযোগ করে শ্রুতিকে সিরিয়াল থেকে বাদ দেওয়ার দাবি জানালেন সুপর্ণা বোস সরকার নামে এক মহিলা।
আশ্চর্যের বিষয় হল ইনি শ্রুতিরই মতো কাটোয়ার বাসিন্দা। অভিনেত্রীর দেশের বাড়ি কাটোয়ায়। সেখান থেকে কলকাতায় অডিশন দিতে এসেছিলেন তিনি। সুযোগ পেয়ে জি বাংলায় ‘ত্রিনয়নী’ সিরিয়াল দিয়ে শুরু হয় তাঁর অভিনয়ের সফর। নিজের শহরের বাসিন্দাই এমন কুৎসিত অভিযোগ তুললেন শ্রুতির বিরুদ্ধে। শুধু তাই নয়, কমেন্টে কুৎসিত গালিগালাজও করেন ওই মহিলা।
এরপরেই আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন শ্রুতি। পুরো বিষয়টার স্ক্রিনশট তুলে কলকাতা পুলিস ও কলকাতা পুলিসের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। ইমেলে শ্রুতি লেখেন, কাটোয়ার বাসিন্দা সুপর্ণা বোস সরকার নামে ওই মহিলা। স্টার জলসার পেজে শ্রুতিকে উদ্দেশ্য করে অত্যন্ত নোংরা গালিগালাজ করেছেন তিনি। এর বিরুদ্ধে সত্ত্বর ব্যবস্থা নিতে চান শ্রুতি।
অভিনেত্রী অবাক হয়ে যাচ্ছেন এটা ভেবে কাটোয়ার বাসিন্দা হয়ে এমনটা কিভাবে বলতে পারলেন ওই মহিলা। এই কুৎসিত সমালোচনাটা অনেকদিন ধরে চলে আসছে। এখানেই শেষ নয়, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্কের জেরে কাজ পেয়েছেন শ্রুতি, এমনকি গায়ের রঙের জন্য ‘ব্ল্যাকবোর্ড’ কটাক্ষ পর্যন্ত শুনতে হয়েছে তাঁকে। অভিনেত্রীর অনুরাগীরা খুশি এতদিনে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।