বাংলাহান্ট ডেস্কঃ হাসপাতালের বেডে শুয়েই চিকিৎসক দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাজের প্রশংসায় পঞ্চমুখ হলেন সংগীতশিল্পী কবীর সুমন (Kabir Suman)। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি থাকলেও, গতকাল চিকিৎসক দিবসে ফেসবুক লাইভে এসে শুভেচ্ছা জানালেন তিনি।
বর্তমান সময়ে এসএসকেএমের উডবার্ন ব্লকের ১০৩ নম্বর কেবিনে রয়েছেন কবীর সুমন। জানা গিয়েছে, জ্বর ও আনুষঙ্গিক কিছু সমস্যা রয়েছে তাঁর। হাসপাতালে ভর্তি হওয়ার সময় শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। তবে এখন অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে সুমনকে। এছাড়াও চলছে প্রয়োজনীয় ওষুধ। তবে করোনা পরীক্ষা করা হলেও, এখনও রিপোর্ট আসে নি। অন্যদিকে ২ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন হয়েছে কবীর সুমনের জন্য।
তবে শারীরিক অসুস্থতার মধ্যেও বৃহস্পতিবার চিকিৎসক দিবস উপলক্ষ্যে ফেসবুক লাইভে এসে বলেন, ‘আমি ধন্যবাদ জানাবো এসএসকেএম হাসপাতালের ডা. সৌমিত্র ঘোষকে। আমাদের রাজ্যের চিকিৎসা পরিকাঠামোও যথেষ্ট উন্নত। সাংবাদিকতার সূত্রে হল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্সের মত দেশে ঘুরলেও, বাংলার মত চিকিৎসা পরিকাঠামো কোথাও দেখিনি। ৩৪ বছরের বাম শাসনের ফলে তলানিতে ঠেকে যাওয়া হাসপাতালের পরিষেবার অনেক উন্নতি হয়েছে মুখ্যমন্ত্রী আমলে। পেশাদারিত্বের বদলে এখন আত্মীয়তার দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। আর সবটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব হয়েছে’।
শিল্পী হাসপাতালে ভর্তি হওয়ার পরই বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন কবীর সুমন বলেই তাঁর উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে, কিন্তু সাধারণ মানুষরা এইসমস্ত সুবিধা থেকে বঞ্চিত হন। এপ্রসঙ্গে শিল্পী বলেন, ‘ভিআইপি বলেই যে এমন পরিষেবা পাচ্ছি, এমনটা ভাবার কোন কারণ নেই। আমি একজন সাধারণ মানুষই। তবে সবটাই মুখ্যমন্ত্রীর জন্য সম্ভব হয়েছে। উনি সকলকে সম্মান দেন বলে, নিজেও সম্মানিত হন’।