বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের শেষপর্বে বীরভূমের এসপি পুলিশ সুপারের পদে নিয়োগ করা হয় নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে (nagendranath tripathi)। যার নিয়োগ নিয়ে কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত ছিল চোখে পড়ার মতন। এমনকি ভোটের দিন নন্দীগ্রামের বয়ালে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সঙ্গে তর্কে জড়িয়ে যিনি বলেছিলেন, ‘কোনও দাগ লাগতে দেব না উর্দিতে’। কিন্তু আজ মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন সেই নগেন্দ্রনাথ ত্রিপাঠী।
সর্বসমক্ষে খোদ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া নগেন্দ্রনাথ ত্রিপাঠীর গলায় মুখ্যমন্ত্রীর প্রশংসা শুনে কিছুটা হকচকিয়ে গেল অনেকেই। এমনকি বৃহস্পতিবার সাঁইথিয়ায় তাঁর এই বক্তব্যকে অনেক তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল।
‘আপনার পাড়ায় আপনার থানা’ পরিষেবার সূচনা করতে গিয়ে বৃহস্পতিবার সাঁইথিয়ায় সাংড়ায় দাঁড়িয়ে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, ‘বাম সরকারের আমলে শাসকের ভূমিকায় ছিল পুলিশ। কিন্তু ২০১১ সাল থেকে মা মাটি মানুষের সরকারে আমলে এসে পুলিশের মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। আগের তুলনায় পুলিশ এখন অনেক মানবিক হয়েছে’।
তিনমাস আগে যে মুখ্যন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন সেই নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তিনি বলেন, ‘পুলিশ আগে কাজ করলেও, বাম সরকারের আমলে ছিল শাসকের ভূমিকায়। তখন পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ছিল, লাঠি হাতে পুলিশ এসে খারাপ লোককে ধরে নিয়ে যাবে, আবার কখনও ভালো লোককেও ধরে নিয়ে যেত। কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কমিউনিটি পুলিশিং বেড়েছে গোটা বাংলায়। জঙ্গলমহল কাপ, রাঙামাটি কাপ খেলা হচ্ছে, রক্তদান শিবির হচ্ছে, এমনকি মেধাবী ছাত্র ছাত্রীদের পাশেও থাকছে প্রশাসন’।