বাংলাহান্ট ডেস্কঃ হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হল রথযাত্রা (ratha yatra)। রথের উপর বেদতার মূর্তি বসিয়ে সেই রথ টেনে নিয়ে যাওয়া হয়। জগন্নাথ, বলরাম এবং শুভদ্রা- এই তিন দেবতাকে স্নানযাত্রা সম্পন্ন করে, রথের দিন সকাল সকাল ভক্ত সমাগমে রথে তাঁদের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়।
আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রার শুভ সূচনা করা হয়। এরপর আটদিন পর একাদশী তিথিতে উল্টোরথের মাধ্যমে আবারও নিজের বাড়িতে ফিরে আসেন জগন্নাথ, বলরাম এবং শুভদ্রা। বিশেষত ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই অনুষ্ঠানের প্রাধান্য দেখা যায়।
এইসময় পুরীর জগন্নাথ মন্দিরসহ দেশের সকল জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি বের কর সর্বসমক্ষে সাজিয়ে, তিনটি সুসজ্জিত রথে বসিয়ে পুজো করা হয়। তারপর রথ টেনে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। এই সময় জগন্নাথ দেবের মন্দিরও সেজে ওঠে নতুন রূপে। বিভিন্ন স্থানে প্রচুর ভক্তের সমাগমও হয়। বিশেষত এই সময় পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। সেইসঙ্গে সেজে ওঠে মাহেশ, ইস্কনের মন্দিরও।
তবে করোনা আবহে গত বছরের ন্যায় এবারেও বন্ধ থাকছে পুরীর মন্দিরে ভক্ত সমাগম। সাড়ম্বরে না হলেও, ছোট করে হলেও সমস্ত নিয়ম কানুন মেনেই এবারের রথযাত্রা পালন করা হবে। সাধারণত পুরীর এই রথগুলোর উচ্চতা হয় ৪৫ ফুট।
শুভ মুহূর্তঃ-
রথযাত্রা- ১২ ই জুলাই (বাংলা ২৭ শে আষাঢ়) সোমবার। দ্বিতীয়া শুরু হবে ১২ ই জুলাই সকাল ৭ টা বেজে ২২ মিনিটে এবং শেষ হবে ১৩ রা জুলাই সকাল ৭ টা বেজে ১৫ মিনিটে।
উল্টো রথযাত্রা- ১৯ শে জুলাই (বাংলা ২ শে শ্রাবণ) সোমবার।