বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সেনা জঙ্গিদের মধ্যে এনকাউন্টার চলে। সেনা এই এনকাউন্টারে চার জঙ্গিকে নিকেশ করেছে। পাশাপাশি জঙ্গিদের এক সহায়ককেও নিকেশ করেছে। আরেকদিকে, সেনারও এই এনকাউন্টারে ক্ষতি হয়েছে। সেনার এক জওয়ান জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন। এই অপারেশন সেনার সংযুক্ত টিম মিলে চালায়। পুলিশ, সিআরপিএফ আর সেনার ৪৪ রাষ্ট্রীয় রাইফেল এই অভিযানে যোগ দিয়েছিল।
কাশ্মীর জোনের আইজি বিজয় কুমার বলেন, পুলওয়ামার হাজিন রাজপোরা এলাকায় এই অভিযান চলে। এই অভিযানে তিন জন লস্করের জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এখনও অপারেশন চলছে। আইজির এই বয়ানের একটু পরেই সেনা আরও এক জঙ্গি এবং জঙ্গির সহায়ককে নিকেশ করে।
বলে দিই, হাজিন রাজপোরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল গোয়েন্দা সংস্থারা। এরপর মধ্যরাতেই উক্ত এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলে অপারেশন চালায় যৌথ সেনা বাহিনী।
সেনা প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান করেছিল। কিন্তু জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে দেয়। সেনাও জঙ্গিদের গুলির পাল্টা জবাব দেয়। জঙ্গিদের গুলিতে এক জওয়ান আহত হন। ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন ওনার মৃত্যু হয়। এরপর সেনা চার জঙ্গি আর একজন সহায়ককে নিকেশ করে। তাঁদের এখনও সনাক্ত করা সম্ভব হয়নি।