বাংলাহান্ট ডেস্ক: অনিন্দিতা বসুর (anindita bose) চোখকে ফাঁকি দিয়ে নাকি মধুমিতা সরকারের (madhumita sarkar) সঙ্গে প্রেম করছেন সৌরভ দাস (saurav das)। অনিন্দিতার অনুপস্থিতির সুযোগ নিয়েই এই নতুন সম্পর্ক শুরু করেছেন তাঁরা, এমন গুঞ্জন শোনা গিয়েছে আগেও। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আবারো। অনিন্দিতা মুম্বইয়ে থাকার সুযোগ নিয়ে নাকি মধুমিতার সঙ্গে পার্টিতে মেতেছেন সৌরভ।
বেশ কিছুদিন ধরেই কাজের সূত্রে কলকাতা-মুম্বই, মুম্বই-কলকাতা করতে হয় অনিন্দিতাকে। অপরদিকে ‘চিনি’ ছবির পর থেকেই মধুমিতা ও সৌরভের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। অনিন্দিতা কলকাতায় না থাকলেই একসঙ্গে সময় কাটান তাঁরা। এবারেও লকডাউনের আগে পার্টি করেছেন নাকি দুজনে। গুঞ্জন তুঙ্গে উঠতেই মুখ খুলেছেন অনিন্দিতা।
অভিনেত্রীর সাফ বক্তব্য, এই ধরনের ভিত্তিহীন গুজবে কান দিতে রাজি নন তিনি। অনেকদিন ধরেই লিভ ইন করছেন তিনি সৌরভের সঙ্গে। গত বছর পুজোর আগেই নতুন বাড়িতেও শিফট করেছেন দুজন। সেখানেই শান্তির নীড় সাজিয়েছেন তাঁরা। এই নতুন বাড়ির নাম দিয়েছেন ‘প্রথম অধ্যায়’। সৌরভও জানিয়েছেন অনিন্দিতার সঙ্গে খুব সুখে আছেন তিনি। মধুমিতা তাঁর শুধুই ভাল বন্ধু। তিনি আরো বলেন, লকডাউনের মানুষের কাজ নেই বলেই এই ধরনের গুজব ছড়িয়ে সময় নষ্ট করেন।
https://www.instagram.com/p/CK3V6hUhhin/?utm_medium=copy_link
ক্ষুব্ধ মধুমিতা নিজেও। তাঁর বক্তব্য, একা মহিলা বলেই যার সঙ্গে খুশি তাঁর নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বিবাহবিচ্ছিন্না। উপরন্তু তাঁর প্রাক্তন স্বামীর নামও সৌরভ। দুটো মিলিয়েই এই ধরনের গুজব ছড়াচ্ছেন নেটিজেনরা। সেই সঙ্গে চিনি ছবিতে সৌরভ ও তাঁর অনস্ক্রিন রসায়নকেও গুজব ছড়ানোর জন্য দায়ী করেছেন।
প্রসঙ্গত, জি বাংলা অরিজিনালস এর টেলিফিল্ম ‘গুটি মল্লার’ করতে গিয়েই আলাপ হয়েছিল সৌরভ ও অনিন্দিতার। প্রেমও শুরু সেখান থেকেই। গুটির চরিত্রে অভিনয় করেছিলেন অনিন্দিতা এবং মল্লারের চরিত্রে সৌরভ। কিন্তু গুটির জন্য প্রথমে ভাবা হয়েছিল সায়নীকে। ব্যস্ত শিডিউলের তিনি না করে দিলে তাঁর পরিবর্তে নেওয়া হয় অনিন্দিতাকে। একথা সৌরভ নিজেই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।
https://www.instagram.com/p/CM6ntAtBwko/?utm_medium=copy_link
তবে গুটি মল্লার থেকে প্রেমটা শুরু হলেও সৌরভ কিন্তু আগে থেকেই অনিন্দিতাকে মন দিয়ে বসেছিলেন। ‘বউ কথা কও’ সিরিয়ালে অনিন্দিতার অভিনয় দেখে তাঁর প্রেমে পড়ে গিয়েছিলেন সৌরভ। অপরদিকে ‘আই লাফ ইউ’তে সৌরভকে দেখে ভাল লেগেছিল অনিন্দিতার। গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে ভাঙার পরপরই সৌরভের সঙ্গে সম্পর্কে জড়ান অনিন্দিতা।