বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেটকে ভালোবেসে আজব ঘটনা ঘটলো ছত্রিশগড়ের রায়পুরে। কয়েকদিন আগে ছত্রিশগড়ের রায়পুরে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি বের হয়েছিল। সেখানে আবেদন পত্রের নাম দেখে চক্ষু চড়কগাছ সকলের। শিক্ষক নিয়োগের পদে আবেদন করেছেন এমএস ধোনি নামে একজন ব্যক্তি, বাবার নাম রেখেছেন সচিন তেন্দুলকার।
ভারত একটি ক্রিকেট পাগল দেশ। ক্রিকেটকে ভালবাসে না এমন কোন ব্যক্তি ভারতে পাওয়া সত্যিই অসম্ভব। ক্রিকেটকে ভালোবাসে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নামে অথবা বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে ছেলের নামকরণ করেন অনেকেই। তবে ছেলে ধোনি এবং বাবা সচিন এমন অবাককান্ড আগে কখনো দেখা যায়নি।
ধোনি এবং শচীনের নাম করে আবেদন করার সুফল হাতেনাতে পেয়েছেন সেই ব্যক্তি। প্রার্থীদের চূড়ান্ত তালিকায় নাম উঠেছে তার। আবেদনপত্র অনুযায়ী সেই ব্যক্তি একজন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী। তবে প্রার্থী তালিকায় নাম ওঠার পর তিনি আর ইন্টারভিউ দিতে যাননি। পরে খোঁজ খবর নিয়ে জানা গিয়েছে আসলে সেই আবেদনপত্রটি ছিল ভুঁয়ো।