মুকুল কাঁটায় বিদ্ধ কৈলাস আর ফিরে আসতে চাইছেন না বাংলায়, নিজেই মুক্তি চান দায়িত্বভার থেকে

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকেই প্রশ্ন উঠেছে বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya), অরবিন্দ মেনন (Arvind Menon), অমিত মালব্যদের (Amit Malabya) নিয়ে। একদিকে যেমন চাঁচাছোলা ভাষায় দলের এই সমস্ত শীর্ষ নেতৃত্বকে আক্রমণ শানিয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy), তেমনি অন্যদিকে বিজেপির পার্টি অফিসের সামনেই কৈলাসের নামে পড়েছে ‘টিএমসি সেটিং মাস্টার’ ‘গো ব্যাক’ সহ একাধিক পোস্টার। তাই বাংলার নির্বাচনের পর স্বাভাবিকভাবেই বেশ কিছুটা অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টির অন্যতম বরিষ্ঠ নেতা কৈলাস বিজয়বর্গীয়।

এবার জানা গিয়েছে কৈলাস নিজেই তার দায়িত্ব থেকে অব্যাহতি চান। বাংলায় পর্যবেক্ষকের দায়িত্ব থেকে মুক্তি চান তিনি। সরাসরি খুলে কিছু না বললেও তার গৃহীত পদক্ষেপ সে দিকেই ইঙ্গিত করছে বলেই দাবি রাজনৈতিক মহলের। সম্প্রতি রাজ্য বিজেপির কার্যকারণী বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু উক্ত সভাতে একটিও কথা বলেননি তিনি। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) থাকাকালীন ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে থাকলেও নাড্ডা বিদায় নিতেই বিদায় নেন তিনিও।

নির্বাচনের পর বাংলায় হারের কারণ হিসেবে কৈলাসের ভুল রণনীতিকে আক্রমণ করেছেন অনেকেই। বিজেপির এক শীর্ষ নেতৃত্বের মতে, ‘‘বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় জেলা, এমনকি, রাজ্যস্তরের অনেক নেতার মধ্যেও কৈলাসকে নিয়ে ক্ষোভ রয়েছে। এই পরিস্থিতিতে কৈলাস রাজ্যে আসতে চাইছেন না।’’
একথা ঠিক যে ভোট পরবর্তী হিংসার পরেও সেভাবে বাংলায় দেখা যায়নি বিজয়বর্গীয়কে। এমনকি এই নিয়েও তাকে কটাক্ষ করেছেন তথাগত রায় সহ একাধিক নেতা।

অনেকেই জানেন, দিলীপ (Dilip Ghosh) মুকুল (Mukul Roy) দ্বন্দ্বে মুকুল রায়ের পক্ষেই বারবার রায় দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। সেই মুকুল রায় দল ছাড়ার পর থেকেই আরও বেকায়দায় পড়েছেন তিনি। প্রকাশ্যে অনেকেই কটাক্ষ করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাকেও তৃণমূলে নিয়ে যান। যার জেরে বাংলা এখন কার্যত শরশয্যা হয়ে উঠেছে কৈলাস বিজয়বর্গীয়র জন্য।

kailash vijay 1

বিজেপি নেতৃত্বের সূত্রে এও শোনা গিয়েছে, আগামী দিনে বাংলায় পর্যবেক্ষকের দায়িত্ব পেতে পারেন বিজেপির আরেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। তবে এখনই কাছাকাছি কোন নির্বাচন না থাকায় কেন্দ্রের তরফে রাজ্য বিজেপির সঙ্গে দায়িত্বভার সামলাবেন শিবপ্রকাশই। এছাড়া অরবিন্দ মেনন এবং আইটি সেল প্রমুখ অমিত মালব্য তো রয়েছেনই। তবে বাংলার থেকেও উত্তরপ্রদেশেই এখন বেশি মনোযোগ দিতে হবে বিজেপিকে। অনেকের মতই সেখানে রীতিমতো ভয়ঙ্কর জোট হয়ে উঠতে পারে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি।

Abhirup Das

সম্পর্কিত খবর