বাংলা হান্ট ডেস্কঃ আজ কোপা আমেরিকার সেমি ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এই ম্যাচে দুই দল দুরন্ত ফুটবল খেললেও ম্যাচ টাইম এর মধ্যে ফলাফল পাওয়া যায়নি। সেই কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা।
পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন মেসি। নিজের গোল করার সুযোগ থাকলেও সতীর্থকে দিয়ে গোল করিয়ে ফের একবার প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বসেরা।
https://twitter.com/Chillaxpro/status/1412667410931404800?s=20
তবে এই ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল পায়ে গুরুতর চোট নিয়েও রক্ত বের হওয়া অবস্থাতেই দেশকে জেতানোর জন্য খেলা চালিয়ে যান মেসি। ম্যাচের 57 মিনিটে কলম্বিয়া ডিফেন্ডার ফ্রাঙ্ক ফাবরার কড়া ট্যাকালে পায়ে গুরুতর চোট পান মেসি, রক্ত বের হতে থাকে। কিন্তু তা সত্বেও তিনি খেলা থামাননি। দেশকে জেতানোর লক্ষ্যে পায়ে ব্যথা নিয়ে খেলা চালিয়ে যান এবং টাইব্রেকারে দেশকে জিতিয়েই মাঠ ছাড়েন মেসি।
My man Messi played every minute in this tournament. He literally played a whole game with a bleeding ankle and then went to kick the first penalty shot. They should just give this guy his 7th Balon’dor pic.twitter.com/fLF6mwKN2j
— Broda Mik (@TheSkinez) July 7, 2021
ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। ফাইনালে কোন দল জিতবে তা সময়ই বলে দেবে তবে মেসি ট্রফি না জিতল দেশের জন্য মেসির এই ভালোবাসা ইতিমধ্যেই মন জিতে নিয়েছে আপামর ফুটবলপ্রেমীদের। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মেসির রক্ত ক্ষরিত পায়ের ছবি।
My man Messi played every minute in this tournament. He literally played a whole game with a bleeding ankle and then went to kick the first penalty shot. They should just give this guy his 7th Balon’dor pic.twitter.com/fLF6mwKN2j
— Broda Mik (@TheSkinez) July 7, 2021