বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন অভিনেতা সৌরভ দাস (saurav das)। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে এমনি বার্তা দিয়েছেন অভিনেতা। জানা যাচ্ছে, বাবা মায়ের উদ্দেশে নেটজনতার একাংশের কটুক্তি সহ্য করতে না পেরেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন সৌরভ।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে জানলার ধারে এসে দাঁড়িয়েছেন সৌরভ। বাইরে তখন উত্তাল ঝড়বৃষ্টি। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আপাতত এটাই আমার শেষ পোস্ট। শীঘ্রই ফেরত আসব। ততক্ষণের জন্য সুস্থ থেকো ভাল থেকো সবাই।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা ‘সোশ্যাল ডিটক্স’। কিন্তু হঠাৎ এই বিরতি কিসের জন্য তা স্পষ্ট করেননি সৌরভ। নিজেকে পরিশুদ্ধ করারই বা দরকার কেন পড়ল তাঁর?
সংবাদ মাধ্যমে অভিনেতা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁকে গালিগালাজ করা হলে ছেলের হয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাঁর বাবা মা। কমেন্ট করেন সৌরভের হয়ে। তখন তাঁদের এসব অকথ্য কটুক্তি শুনতে হয়। এসব ঝামেলা থেকে দূরে সরতেই সোশ্যাল মিডিয়াকে বিদায় জানাচ্ছেন সৌরভ। তাঁর বক্তব্য, যদি ফেরেন তবে নিজে আর কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সামলাবেন না। তাঁর পি আর টিমই সে দায়িত্ব নেবেন।
https://www.instagram.com/reel/CRBfQ6ABDQX/?utm_medium=copy_link
অতি সম্প্রতি গুঞ্জন ছড়ায় ‘চিনি’ ছবির পর থেকেই মধুমিতা ও সৌরভের সম্পর্কে। অনিন্দিতা কলকাতায় না থাকলেই নাকি একসঙ্গে সময় কাটান তাঁরা। এবারেও লকডাউনের আগে পার্টি করেছেন নাকি দুজনে।গুঞ্জন তুঙ্গে উঠতেই মুখ খোলেন অনিন্দিতা। অভিনেত্রীর সাফ বক্তব্য, এই ধরনের ভিত্তিহীন গুজবে কান দিতে রাজি নন তিনি। অনেকদিন ধরেই লিভ ইন করছেন তিনি সৌরভের সঙ্গে। গত বছর পুজোর আগেই নতুন বাড়িতেও শিফট করেছেন দুজন। সেখানেই শান্তির নীড় সাজিয়েছেন তাঁরা। এই নতুন বাড়ির নাম দিয়েছেন ‘প্রথম অধ্যায়’।
সৌরভও আগেই জানিয়েছেন অনিন্দিতার সঙ্গে খুব সুখে আছেন তিনি। মধুমিতা তাঁর শুধুই ভাল বন্ধু। তিনি আরো বলেন, লকডাউনের মানুষের কাজ নেই বলেই এই ধরনের গুজব ছড়িয়ে সময় নষ্ট করেন। এবারেও সৌরভ স্পষ্ট জানান তাঁর সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে মধুমিতার কোনো সম্পর্ক নেই।