বাংলাহান্ট ডেস্ক: জি বাংলায় আসছে নতুন সিরিয়াল। ক্রিকেটপ্রেমী এক মেয়ের গল্প নিয়ে শুরু হতে চলেছে ‘উমা’ (uma)। বুধবারই চ্যানেলে প্রকাশ্যে এসেছে প্রথম প্রোমো। গল্পের পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেল নতুন মুখ। সব মিলিয়ে প্রথম প্রোমোতেই দর্শকদের প্রত্যাশা কিছুটা বাড়িয়ে দিয়েছে উমা।
প্রোমো থেকে জানা যায় গরীব ঘরের মেয়ে উমা ট্রেনের মধ্যে গয়না বড়ি বিক্রি করতে এসে দেখা পায় এক মহিলা ক্রিকেট দলের। ক্রিকেটের খুব ভক্ত উমা। কিন্তু আর্থিক দুর্দশার কারণে ব্যাট আর ছুঁয়ে দেখা হয়নি তাঁর। সিরিয়ালের প্রযোজক, পরিচালক ও কাহিনিকার সুশান্ত দাস। তিনি জানান, গল্পের কেন্দ্রীয় চরিত্র উমা ছোটবেলাতেই হারিয়েছে বাবাকে। এত কষ্টের মধ্যেও ক্রিকেট খেলার স্বপ্ন হারায়নি তার চোখ থেকে। এই সিরিয়ালের গল্প দর্শকদের আরো একবার মনে করিয়ে দিতে পারে ঝুলন গোস্বামীর কাহিনি।
কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এর আগে জি বাংলাতেই এসেছিল জয়ী, বকুল কথার মতো সিরিয়াল। যেখানে জয়ীতে ফুটবল ও বকুল কথা তে বকুলকে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। এমনকি বকুল কথার একটি দৃশ্যে স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে বকুলকে খেলার জন্য প্রশংসা করতে। সেক্ষেত্রে এই নতুন সিরিয়ালে কি কিছুটা মিল পাবেন না দর্শকরা?
সুশান্ত দাস জানান, উমা সিরিয়ালে সমগ্র কাহিনিটাই ক্রিকেট নিয়ে যেটা আগের দুটি ধারাবাহিকে ছিল না। এই প্রথম শুধু কেন্দ্রীয় চরিত্র নয়। গল্পের প্রয়োজন পার্শ্বচরিত্রে থাকা ১৩ জন মেয়ে নিয়মিত মাঠে নেমে ক্রিকেট খেলার প্রশিক্ষণ নিচ্ছে। উমা চরিত্রে দর্শক দেখতে পাবে নতুন মুখ শিঞ্জিনী চক্রবর্তীকে। এছাড়াও রয়েছেন পাণ্ডব গোয়েন্দা খ্যাত ‘বিচ্চু’ ওরফে শ্রীতমা মিত্র।
https://www.instagram.com/tv/CRCJD4_hkyo/?utm_medium=copy_link
তবে চমকের বাকি রয়েছে এখনো। আগেই শোনা গিয়েছিল অন্য একটি সিরিয়ালে অভিনয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছেন কৃষ্ণকলির নিখিল ওরফে নীল ভট্টাচার্য্য (neel bhattacharya)। প্রোমো শুটও শুরু হয়ে গিয়েছে। কানাঘুঁষো খবর, উমা সিরিয়ালের হাত ধরেই নাকি ফিরছেন দর্শকদের প্রিয় নীল। তবে এই বিষয়ে এখনো স্পিকটি নট সিরিয়াল নির্মাতারা। আগামী আগস্টেই সম্প্রচার শুরু হতে পারে উমার।