রাজ্য সরকারের বাজেটের প্রশংসায় মুখর বিজেপি বিধায়ক, কানাঘুষো রাজনৈতিক মহলে

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল বাজেট নিয়ে রাজ্য সরকারকে চূড়ান্ত আক্রমণ করেছিলেন বিরোধীদলীয় নেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari )। রাজ্যের বাজেটে উত্তরবঙ্গ সম্পর্কিত একটি শব্দও নেই বলে কটাক্ষ শানান তিনি। আরেক বিজেপি বিধায়ক, এই বাজেট ‘পরিত্রাণের বাজেট নয় ত্রাণের বাজেট’ বলেও কটাক্ষ করেন। তবে আজ বিধানসভায় বাজেট সম্পর্কিত প্রশংসাই শোনা গেল এক বিজেপি বিধায়কের মুখে।

বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী (Ashok Lahiri) ছিলেন একজন অর্থনীতিবিদ। তার মুখে বাজেটের প্রশংসা তাই স্বাভাবিকভাবেই অন্যমাত্রা দেয়। তার মতে তৃণমূল সরকারের এই বাজেট বাম জমানার চাইতে অনেক ভালো। সব সময় সমালোচনা করতেই হবে তার কোনো মানে নেই। তবে একই সঙ্গে কর্মসংস্থান প্রসঙ্গে সুর চড়ান বিজেপি বিধায়ক শ্রীরূপা বন্দ্যোপাধ্যায় (Srirupa Bandopadhyay) এবং অশোক লাহিড়ী।

পাল্টা এর উত্তর দেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও (Partha Chattopadhyay)। তার মতে কেন্দ্র সরকার ‘আত্মনির্ভর ভারত’-এর বদলে ‘লুটেরা ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’র বদলে ‘সেলিং ইন্ডিয়া’ করে এরাজ্যে শিল্প সম্ভাবনার ক্ষেত্রে অনেকটাই সমস্যা তৈরি করেছেন। অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। অন্যান্য রাজ্যের মত রাজ্য সরকার এখনো কারো বেতন কাটেনি এদিন একথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ”করোনা কালে আমাদের রাজ্যে ছাঁটাই হয়নি, কারও চাকরি যায়নি, কারও বেতন কাটা হয়নি। আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি এক নয়।”

IMG 20210708 203625

এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই ফের একবার সরব হয়েছিলেন বিরোধী দলের নেতারা। তবে পার্থ বাবু বলেন, সকলে মিলে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানানো হোক যাতে তারা রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দেয়। সাথে সাথেই রাজ্য পর্যাপ্ত ভ্যাকসিন পাচ্ছে না বলেও দাবি জানান তিনি এবং সকলকে আহ্বান জানান এই বিষয়ে সরব হতে।

.


Abhirup Das

সম্পর্কিত খবর