বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে বাংলায়। তবে সকাল থেকে কলকাতা সংলগ্ন এলাকার আকাশ কিছুটা মেঘলা রয়েছে। মেঘের মাঝে হালকা রোদের উপস্থিতিও দেখা যাচ্ছে। তবে বেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ১১ ই জুলাই। যার প্রভাবে পূর্ব উপকূলে ৫ দিন ধরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 33° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 27° C |
আদ্রতা | 89% |
বাতাস | 5 km/h |
মেঘে ঢাকা | 80% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে কয়েকবার বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
সপ্তাহজুড়ে জারি থাকা বৃষ্টির পরিমাণ আজ থেকে কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি অন্যান্য জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।