বাংলাহান্ট ডেস্কঃ ২০১৯ সালে প্রধানমন্ত্রীর ক্ষমতায় নরেন্দ্র মোদী দ্বিতীয়বার আসার পর মন্ত্রীসভায় বড় রদবদল করা হল। পুরনো অনেককে সরিয়ে দিয়ে, সেই জায়গায় স্থান পেল অনেক নতুন মুখ। নবগঠিত মোদী মন্ত্রীসভায় আগের তুলনায় বেড়েছে বাংলার প্রাধান্য। তবে এই রদবদল নিয়ে আবার বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল।
শাসকদল আক্রমণ করলেও, পাল্টা উত্তর দিতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তিনি বলেন, ‘বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি বলে কি এবার ধর্না দেবে তৃণমূল? সব বিষয়ে অত চিন্তা কিসের? আগে ভ্যাকসিনের ব্যাপারটা ঠিক করুন। আইনশৃঙ্খলার দিকে খেয়াল দিন, অনেক মানুষ খেতে পাচ্ছে না সেইদিকে দেখুন’।
তিনি আরও বলেন, ‘যোগ্য লোকেরাই বিজেপিতে যোগ্য দায়িত্ব পায়। বাংলার ৪ জন নতুন মন্ত্রী হয়েছেন, সেটা খুবই ভালো কথা। সংগঠনে ও নিষ্ঠাবান পরিশ্রমীদের জায়গা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সেটাই করবে দল। তবে আমাদের মাথার উপর মোদীজি আছেন, উনি সব ঠিক দেখবেন’।
তৃণমূলের করা আক্রমণের পাল্টা দিতে গিয়ে দুর্নীতি প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এতদিন আমরা বললেও, এখন কাটমানি প্রসঙ্গ প্রসঙ্গ নিয়ে কোর্ট বলছে। তৃণমূল নেতারা সিন্ডিকেটের মাধ্যমে এসমস্ত করে। সাধারণ মানুষ এখন জনস্বার্থ মামলা করছে বলে সবকিছু সামনে আসছে এবং দুর্নীতিবাজ সরকারের চরিত্রটা সামনে আসছে’।
নতুন মন্ত্রীসভা থেকে বাবুল সুপ্রিয়র বাদ পড়া এবং উত্তরবঙ্গ রাজ্যের দাবি তোলা জন বার্লাকে কেন্দ্রীয়মন্ত্রী করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তবে পাল্টা জবাব দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘বাবুল সুপ্রিয় যখন মন্ত্রী ছিলেন তখন আপনার লোকেরা উল্টো পাল্টা বলেছে, পাত্তাই দেননি। বাবুল সুপ্রিয় মন্ত্রীত্ব ছেড়ে দেওয়ায় উনি মনে হয় হাফ ছেড়ে বাঁচলেন’।