বাংলাহান্ট ডেস্কঃ রাজনীতির মানুষ হলেও, স্যোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ব্যক্তি তৃণমূল বিধায়ক মদন মিত্র (madan mitra)। তাঁর ভিডিও থেকে কার্যকলাপ, সবকিছুর জন্যই মুখিয়ে থাকে তাঁর অনুরাগীরা। শুধুমাত্র শাসক দলই নয়, বিরোধীদের মধ্যেও বেশ জনপ্রিয় তিনি। তবে বর্তমান সময়ে বাড়তে থাকা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে এক অভিনব ভঙ্গিতে প্রতিবাদে নামলেন মদন মিত্র।
প্রতিদিনই হু হু করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। মুল্যবৃদ্ধির জেরে নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মোদী সরকারকে আক্রমণ করার জন্য এক অভিনব ট্যাগ লাইনও বের করেছে তৃণমূল শিবির। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বদের মুখে মুখে শোনা যাচ্ছে ‘মোদি বাবু, পেট্রোল বেকাবু’।
তবে সকলকে ছাপিয়ে গেল মদন মিত্রের প্রতিবাদের ভাষা। মদন মিত্র মানেই কিছু না কিছু চমক থাকবেই। আর সেই প্রথাকে বহাল রেখে এবারেও প্রধানমন্ত্রীর বিরোধীতায় এক অভিনব পন্থার প্রয়োগ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কখনও সাইকেল আবার কখনও গরুর গাড়ি চড়েই প্রতিবাদে নামলেন মদন মিত্র।
বেলঘড়িয়ার রথতলা থেকে নীলগঞ্জ রোড হয়ে, বিভা সিনেমার মোড় পর্যন্ত গরুর গাড়িতে যাত্রা করে এবং পরবর্তীতে সাইকেলে করে প্রতিবাদে নামলেন মদন মিত্র। মোদী সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘মোদী সরকারের সময় প্রায় শেষ হয়ে এসেছে। কফিনের শেষ পেরেক হচ্ছে ১০০ টাকা পেট্রোল। মোদী এবং অমিত শাহের এই গরুর গাড়ি চড়েই পার্লামেন্টে যাওয়ার কথা ছিল। তাহলে বুঝত মানুষের কত কষ্ট। এই লড়াই থামবে না, দিল্লী গিয়ে থামবে’। শুধু আক্রমণই নয়, গরু দুটোর একটিকে মোদী এবং অন্যটিকে শাহ নামও দেন মদন মিত্র।