বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল নির্বাচন নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল যা আরও বড় আকার ধারণ করেছিল নিউজিল্যান্ডের কাছে ফাইনালে ভারতের হারের পর। ভারতের দল নির্বাচনের পরেই অনেকে দাবি করেছিলেন দলের অভিজ্ঞ পেশার ইশান্ত শর্মার জায়গায় খেলানো উচিত ছিল মহম্মদ সিরাজকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের বৃষ্টিভেজা পরিবেশে দুই স্পিনার খেলিয়ে প্রথম থেকেই ব্যাকফুটে চলে গিয়েছিল ভারতীয় দল। তার ওপর মহম্মদ সিরাজকে না খেলিয়ে ইশান্ত শর্মাকে খেলানো ভারতের আরও একটা ভুল সিদ্ধান্ত বলে মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম ইনিংসে ইশান্ত তিনটি উইকেট নিলেও অনেকেই মনে করছেন এই পরিবেশে আরও অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারতেন মহম্মদ সিরাজ।
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে দারুন বোলিং করেছিলেন মহম্মদ সিরাজ। দেশে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধেও তিনি দুর্দান্ত বোলিং করেছিলেন। 5 টেস্টে 16 টি উইকেট নিয়ে সিরাজ নিজেকে প্রমাণ করেছিলেন সিরাজ। আর তাই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ থেকেই ইশান্ত শর্মার পরিবর্তে মহম্মদ সিরাজকে খেলানোর জোর দাবি উঠেছে।