বাংলা হান্ট ডেস্কঃ ওনাকে নন্দীগ্রামে হারিয়েছি বলে উনি জ্বালা মেটাচ্ছেন। এরকমই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এসব ভয় দেখিয়ে কিছু হবে না। ‘মুখ্যমন্ত্রী সরাসরি বলুক তুমি আমাকে হারিয়েছ বলে ৩ বা ৬ মাস তোমাকে জেলে কাটাতে হবে। আমি ওনার ইচ্ছাকে মর্যাদা দিয়ে কদিন জেলে কাটিয়ে আসব। উনি বয়সে বড়, সম্মান দেব।” শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাকে এসব ভয় দেখিয়ে লাভ নেই। উনি নন্দীগ্রামে হেরে গিয়েছেন, সেই জ্বালায় এই কাজ করছেন। উনি যা করবেন তাতে আমার ক্ষতির থেকে লাভ বেশি হবে। আমি মাথানত করার মানুষ নই।
উল্লেখ্য, ২০১৮ সালের পুরনো ঘটনা আবারও প্রকাশ্যে আসছে। নতুন করে FIR দায়ের হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে। কাঁথি থানায় নতুন করে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের নামে অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারীর মৃত নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। তাঁর দাবি, এতদিন আতঙ্কে মুখ বন্ধ করে থাকলেও, এখন ন্যায় বিচারের আসায় সোচ্চার তিনি। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তীর দাবি, ‘২০১৮ সালের ১৩ শে অক্টোবর শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী থাকাকালীন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন আমার স্বামী। সন্ধ্যার সময় তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছিল?’।
তিনি আরও অভিযোগ তোলেন, ‘চলতি বছর ২১ শে মে কয়েকজন বাড়িতে এসে আমাকে হুমকি দিয়ে যায়। তাঁরা জানতে চায়, আমার কাছে কোন ফোন এসেছিল কিনা। বর্তমানে আমি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। এতদিন ধরে আতঙ্কে মুখ বন্ধ করে থাকলেও, আমি এখন আমার স্বামীর মৃত্যু রহস্য প্রকাশ্যে আনতে চাই’।
সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তীর তরফ থেকে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর শুভেন্দু অধিকারী এই বয়ান দেন। ওনার মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মামলা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সেই কারণেই ওনার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তিনি দমবার পাত্র নন।