বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা শন ব্যানার্জি (sean banerjee), বঙ্গনারীদের ক্রাশের তালিকায় নতুন সংযোজন। সেই ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালে নবাব সিরাজ-উদ-দৌলার চরিত্রে শনকে দেখেই তাঁর প্রেমে পড়েছিলেন হাজারো মহিলা অনুরাগীরা। তারপর ‘এখানে আকাশ নীল’এ ডঃ উজানের ভূমিকায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শন। সিরিয়ালটি শেষ হওয়ার খবরে সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছিলেন শন অনুরাগীরা।
কয়েক মাসের বিরতি নিয়ে আবারো নতুন অবতারে টেলিভিশনে ফিরছেন অভিনেতা। স্টার জলসাতেই ‘মন ফাগুন’ সিরিয়ালে ‘টুবাইদা’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। বিধিনিষেধ ওঠার পর নতুন উদ্যমে শুরু হয়ে গিয়েছে শুটিংয়ের কাজ। প্রোমো প্রকাশ্যে আসলেও সিরিয়ালের সম্প্রচার কবে থেকে শুরু হবে তা এখনো জানানো হয়নি। এরই মাঝে শনকে নিয়ে শোনা গিয়েছে চাঞ্চল্যকর খবর।
এমনিতে শনের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। লুক থেকে শুরু করে অভিনয় দক্ষতা, সবেতেই ছক্কা হাঁকান তিনি। কিন্তু হঠাৎ করেই দেখা গিয়েছে জনপ্রিয়তায় ভাঁটা পড়ছে শনের। অভিনেতার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ক্রমশ কমে যাচ্ছে অনুরাগীর সংখ্যা। প্রতি ঘন্টায় সাত জন করে অনুরাগী কমে যাচ্ছে অভিনেতার। ফেসবুকে একটি গ্রুপে শনের এক ভক্ত বিষয়টি সকলের নজরে এনে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শন নিজে। তাঁর বক্তব্য, বিষয়টি তিনি আগে লক্ষ্য করেননি। সম্ভবত সংখ্যাটা এতই কম যে আলাদা করে চোখ টানেনি। তবে এটা যান্ত্রিক ত্রুটি হলেও হতে পারে বলে মন্তব্য করেন শন। অনেক সময় এরকম পাঁচ সাত জন অনুগামী কম দেখায় বলে জানান অভিনেতা।
বেশ কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে মন ফাগুনের প্রোমো। প্রাথমিক ভাবে সিরিয়ালের গল্প যা বোঝা যাচ্ছে, পিহু ওরফে সৃজলা বৃষ্টিবাড়ি নামে একটি পাহাড়ি শহরের টুরিস্ট গাইড। তার ছোট বেলার প্রেম টুবাইদা। সেই ছোট বেলায় টুবাইদা পিহুকে বলেছিল দুটো সপ্তর্ষিমণ্ডল জুড়ে গেলেই সব ভালবাসার মানুষরা এক হয়ে যাবে।
টুবাইদার সেই কথা এখনো মনে রেখে দিয়েছে পিহু। অপরদিকে তার কথা ভুলতে পারেনি টুবাইদা ওরফে ঋষিরাজ ওরফে শনও। কিন্তু তার মনে দ্বন্দ্ব, আদৌ কি সব ছোটবেলার প্রেম মিলে যায়? প্রোমোতে দেখা যায়, বৃষ্টিবাড়িতে এসেই ছোটবেলার দুই প্রেমিক প্রেমিকার দেখা হয়ে যায়। এখন কি তারা চিনতে পারবে একে অপরকে? সেটা জানার জন্য এখনো অপেক্ষা করতে হবে।
কিন্তু সেই অপেক্ষাটা কত দিনের তা নিয়ে প্রশ্ন জেগেছে দর্শকদের মনে। প্রোমো আসতে এত দেরি, এখনো সম্প্রচারের তারিখই জানানো হয়নি। এসবের জন্য কি সিরিয়ালটি দেখার ইচ্ছা হারাচ্ছেন দর্শকরা? তার জন্যই কি অনুরাগীর সংখ্যা কমছে শনের? প্রশ্নগুলো ভাবাচ্ছে নেটিজেনদের।