ব্রাজিল-আর্জেন্তিনার খেলা ঘিরে বাংলাদেশে অশান্তির আশঙ্কা! জারি হল সতর্কতা

বাংলা হান্ট ডেস্কঃ ব্রাজিল-আর্জেন্টিনা (Brazil and Argentina), দুই দেশ থেকেই আমাদের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হলেও ফুটবলের এই দুই মহারথীকে নিয়ে বিশেষত পশ্চিমবঙ্গে রয়েছে যথেষ্ট উত্তেজনা। বিশ্বকাপ বা অন্য কোন খেলাতে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হলেই রীতিমতো আগ্রাসী হয়ে ওঠেন সমর্থকরা। এমনকি পাড়ায় পাড়ায় নীল-সাদা না হলুদ-সবুজ তাই নিয়ে ছোটখাটো ঝগড়াও দেখা গিয়েছে একাধিকবার।

একই রকম আবেগ রয়েছে ওপার বাংলাতেও। বাংলাদেশের (Bangladesh) বেশকিছু জেলাতেও ব্রাজিল-আর্জেন্টিনার রীতিমতো কট্টর সমর্থক রয়েছে। একদিকে যেমন বাংলায় ইস্টবেঙ্গল মোহনবাগান, তেমনই ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদেরও মুখ দেখাদেখি নেই বললেই চলে। প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে এরকম উত্তেজনার বিস্ফোরণ সত্যিই অবিশ্বাস্য। বাঙালি যে দেশের নাম নয় ফুটবল ভালোবাসে এটি তারই অন্যতম প্রমাণ।

কিন্তু কট্টর সমর্থকরা অনেক সময় হয়ে ওঠেন ভীষণ উত্তেজিত। তখন খেলা আর শুধু খেলা থাকে না পরিণত হয় লড়াইয়ে। এবার সেই ঘটনাই দেখা গেল বাংলাদেশের গাইবান্ধা জেলায়। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝগড়াঝাঁটির জেরে মৃত্যু হয়েছে এক যুবকের। প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে “আমরা গ্রামবাসীকে বলেছি তাঁরা বড় স্ক্রিনে খেলা দেখতে পারবেন না৷ আমরা গ্রামে গ্রামে গিয়ে জানিয়ে দিয়েছি যে তাঁরা ম্যাচ চলাকালীন কোনও রকমের জনসমাগম ঘটাতে পারবেন না৷”

images 2021 07 10T134856.592

গাইবান্ধায় রীতিমতো কট্টর সমর্থক রয়েছে দুই দলেরই। শেষ পর্যন্ত ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। একদিকে যেমন মেসি অন্যদিকে তেমনি নেইমার। তাই খেলার দিন উত্তেজনার পারদ যে আরও চড়বে, তা বলাই বাহুল্য। সেই কারণেই এবার বাধ্য হয়ে সতর্কবার্তা জারি করল প্রশাসন। খেলায় মাঠের লড়াই মাঠেই শেষ, তাই নিয়ে মাঠের বাইরে রক্ত ঝরলে সেই দৃশ্য কখনোই গ্রহণযোগ্য নয়।


Abhirup Das

সম্পর্কিত খবর