বাংলাহান্ট ডেস্ক: নামডাক তাঁর গায়ক হিসেবে বেশি। তবে অভিনয় দিয়েও দর্শকদের কম মুগ্ধ করেননি শিলাজিৎ মজুমদার (silajit majumder)। তাঁর গান, গায়কীর ভক্ত অগুন্তি মানুষ। একটা সময় নিজের অ্যালবাম, ছবিতে সুর সবই দিয়েছেন শিলাজিৎ, কিন্তু এই লকডাউনের সময় শিল্পী হিসেবে বেঁচে থাকা কঠিন হয়ে উঠেছে তাঁর কাছে। টলিউড ইন্ডাস্ট্রির প্রতি তীব্র ক্ষোভ, অভিমান উগরে দিয়েছেন গায়ক।
শুরুটা হয়েছিল পরিচারক সৃজিত মুখার্জির একটি ছবি দিয়ে। ‘এক্স ইকুয়ালস টু প্রেম’ নামে সৃজিতের আগামী একটি ছবির নাম একেবারে মিলে গিয়েছে শিলাজিতের পুরনো একটি গানের অ্যালবামের সঙ্গে। কিন্তু তার জন্য কোনো কৃতিত্বই গায়ককে দেননি পরিচালক। প্রযোজনা সংস্থার থেকে পাননি কোনো টাকাও। ছেলে ধী এখন নিজে চাকরি করে সংসার চালাচ্ছেন।
শিলাজিতের অভিমান, কাজ করানোর সময় তাঁকে ডাকা হয়। কিন্তু কাজ ফুরিয়ে গেলে আর দেওয়া কথা রাখার প্রয়োজন মনে করেন না কেউ।পরিচালক হরনাথ চক্রবর্তী তাঁর ‘সঙ্গী’ ছবিতে শিলাজিৎকে দিয়ে অভিনয় করিয়েছিলেন। তখন নাকি পরিচালক তাঁকে কথা দিয়েছিলেন এই ছবিতে অভিনয়টা করে দিলে পরের ছবিতে নায়ক তিনিই হবেন।
সঙ্গী হিট হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি মনে রাখেননি হরনাথ। তাঁর পরের ছবিতে নায়ক হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তেমনি টলিউডের এখনকার এক খ্যাতনামা পরিচালকও ভক্ত ছিলেন শিলাজিতের গানের। গায়ক জানান, তিনিই ওই ব্যক্তিকে ইন্ডাস্ট্রিতে আসার পরামর্শ দেন, বিভিন্ন মানুষের সঙ্গে কথাও বলান। কিন্তু তিনি এখন বড় পরিচালক হয়েও ‘প্রিয় গায়ক’ এর একটি গানও নিজের ছবিতে ব্যবহার করেননি। বারে বারে ইন্ডাস্ট্রির প্রতি অভিমান স্পষ্ট হয়েছে শিলাজিতের কণ্ঠে।