বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার সেনা তিন জঙ্গিকে নিকেশ করেছে। এনকাউন্টারে মৃত জঙ্গিরা সবাই স্থানীয় ছিল। তাঁদের দেহ উদ্ধার করেছে পুলিশ। অনন্তনাগে জঙ্গি লুকিয়ে থাকার গোপন খবর পেয়েছিল পুলিশ। এরপরই সেনা গোটা এলাকা ঘিরে ফেলে সার্চ অপারেশন চালায়। সেনাকে দেখে জঙ্গিরা গুলি চালালে, সেনাও পাল্টা জবাব দেয়। সেনার পাল্টা জবাবে তিন জঙ্গি নিকেশ হয়। তিনজনই লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত ছিল।
সেনার অভিযান শেষ হওয়ার পর কাশ্মীরের আইজি বিজয় কুমার জানান, তিনজন জঙ্গিকেই নিকেশ করা হয়েছে। এঁরা তিনজনই স্থানীয় ছিল আর সবাই লস্করের সঙ্গে যুক্ত ছিল। সেনাকে দেখে এঁরা ফায়ারিং শুরু করে দেয়। তবুও সেনা এদের আত্মসমর্পণের সুযোগ দিয়েছিল। কিন্তু ওঁরা আত্মসমর্পণ করতে চায়নি।
আইজি জানান, আত্মসমর্পণ করার বদলে তাঁরা সেনার উপর ফায়ারিং শুরু করে দেয়। এরপরই সেনার তরফ থেকেও গুলি চালানো হয়, যার জেরে তিন জঙ্গিকে মারা যায়। তাঁদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে।