বাংলাহান্ট ডেস্কঃ মোদী বিরোধিতা করতে গিয়ে হাসির খোরাক হলেন বলাগড়ের তৃণমূল (tmc) বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (manaranjan bapari)। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হল তাঁর ‘খৈনি’ খাওয়ার ভিডিও। ভরা সভায় প্রধানমন্ত্রী মোদীকে তুলোধোনা করতে গিয়ে উল্টে নিজেই সমালোচিত হলেন তৃণমূল বিধায়ক।
একুশের বিধানসভা নির্বাচনে নির্বাচিত বিধায়কদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে অন্যতম হলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। গলায় গামছা দিয়েই সাদামাটা পোশাকে, কথা বলতে বলতে সাধারণ মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন তিনি। টোটো চালিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাওয়া থেকে শুরু করে, রিকশা চালিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়া- সবকিছুতেই দারিদ্র মধ্যবিত্তের ছোঁয়া রয়েছে এই তৃণমূল বিধায়কের মধ্যে।
বর্তমান সময়ে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। প্রতিদিনই বাড়তে থাকা এই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে কদিন আগেই তৃণমূল বিধায়ক মদন মিত্র কখনও সাইকেলে চড়ে, আবার কখনও গরুর গাড়িতে চড়ে অভিনব ভঙ্গিতে প্রতিবাদ করেছেন। এবার মোদী সরকারের বিরুদ্ধে শনিবার বলাগড়ে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচী আয়োজন করেছিলেন করেন মনোরঞ্জনবাবু। আর সেখানেই তাঁর এক কর্মকাণ্ডের জেরে বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় হাসির খরাকে পরিণত হয়েছেন তিনি।
এদিন মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় তাঁর এক হাতে মাইক্রোফোন এবং অন্য হাতে চায়ের কাপ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘বল্লভভাই প্যাটেল তো একজন কংগ্রেসের নেতা, তাহলে তাঁর মূর্তি কেন বানাচ্ছেন মোদীজি?’ এরপরই এক দলীয় কর্মীর দিকে হাত বাড়িয়ে খৈনি নিয়ে টুক করে মুখের মধ্যে পুড়ে দেন এই তৃণমূল বিধায়ক। আর সঙ্গে সঙ্গেই হেসে ওঠেন সেখানে উপস্থিত সকলেই। তখন আবার বিধায়ক বলেন ‘কেউ খারাপ ভাববেন না’। সমস্ত ঘটনাটা স্যোশাল মিডিয়ায় শেয়ার হতেই, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।