বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলের সাংগঠিন বৈঠক সারতে বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (surjyakanta mishra)। সেখান থেকেই সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বললেন, ‘পাগল নাকি আমরা? যে তৃণমূল এরাজ্যে বিজেপিকে ডেকে এনেছে, তাঁদের সঙ্গে জোট বাঁধব!’
স্বাধীনতার পর এই প্রথম বাম কংগ্রেস শূণ্য বিধানসভা দেখল বাংলার মানুষ। নির্বাচনের পূর্বে কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোট বেঁধেছিল বামেরা। এই সংযুক্ত মোর্চা ইস্যুতে দলের অন্দরেই নানা ক্ষোভ বিক্ষোভ দেখা গিয়েছিল। আর তার প্রভাব পড়েছিল ভোট বাক্সে। বিজেপিকে হারিয়ে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে এলেও, বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যায় বাম কংগ্রেস।
তবে বাংলার ক্ষমতায় আবারও ফিরে শত্রুপক্ষ সিপিএমের দিকে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জোট বাঁধতে বলেছিলেন তৃণমূলের সঙ্গে। তৃণমূলের পক্ষ থেকে সন্ধির বার্তা এলেও, বামেরা কি সেই প্রস্তাব গ্রহণ করবে? তা নিয়ে চলছিল জোর জল্পনা কল্পনা।
সোমবার শিলিগুড়িতে দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবন থেকে এই প্রশ্নের জবাব দিলেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, ‘বহু লড়াইয়ের পর পুরসভা ও স্থানীয় সরকারগুলিতে নির্বাচনের ব্যবস্থা করেছিল বামেরা। প্রতি ৫ বছর অন্তর অন্তর এই সকল এলাকায় ৩৪ বছর ধরে বামেরা নির্বাচনে করিয়েছে। কিন্তু তৃণমূল আসার পর গত ২ বছর ধরে এই নির্বাচন বন্ধ করে দিয়েছে। আমরা অবিলম্বে সেই প্রথার পুনরাবৃত্তি চাইছি’।
তৃণমূলের সঙ্গে জোট বাঁধার প্রসঙ্গে তিনি বলেন, ‘পাগল নাকি আমরা? যে তৃণমূল এরাজ্যে বিজেপিকে ডেকে এনেছে, তাঁদের সঙ্গে জোট বাঁধব! বিজেপির হাত ধরেই নথিভুক্ত হয়েছিল তৃণমূল। আর এখন দেখুন ক্ষমতা দখলের জন্য মারপিট করছে’।