বাংলাহান্ট ডেস্ক: রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ (indian idol) নিয়ে বিতর্ক থেমেও থামতে চাইছে না। একের পর এক তারকা সঙ্গীতশিল্পী মুখ খুলছেন এই বিষয়টি নিয়ে। সেই তালিকায় এবার যোগ হল গায়ক রাহুল বৈদ্যের (rahul vaidya) নাম। তবে অন্য সঙ্গীতশিল্পীদের বিপক্ষে গিয়ে নিয়ে তিনি মন্তব্য করলেন, প্রতিযোগীদের প্রশংসা করার মধ্যে খারাপ কিছুই নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল বলেন, এখন ইন্ডিয়ান আইডলে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে কোনো ধারনা তাঁর নেই। তবে এক জায়গায় তিনি পড়েছেন যে একজন অতিথি বিচারক দাবি করেছেন তাঁকে প্রতিযোগীদের প্রশংসা করতে বলা হয়েছিল। এতে কোনো ক্ষতি দেখতে পাচ্ছেন না তিনি। এমন তো নয় যে বিচারককে বন্দুকের সামনে দাঁড় করিয়ে প্রতিযোগীকে বিয়ে করতে বলা হয়েছে। এখানে যারাই গান গাইতে আসে সকলেই প্রতিভাবান। তবে দিনের শেষে বিনোদনের জন্যই শো তৈরি হয় বলে মন্তব্য করেন রাহুল।
জানিয়ে রাখি, রাহুল নিজেও ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের প্রতিযোগী ছিলেন। তবে তিনি বিজেতা হতে না পারলেও এই শো বেশ জনপ্রিয়তা এনে দিয়েছিল তাঁকে। এই প্রসঙ্গে গায়ক জানান, তাঁদের সময়ে মাত্র আড়াই মিনিট সময় দেওয়া হত পারফরম্যান্সের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে সবটাই বদলিয়। এখন সবটাই প্যাকেজিং। তবে এই সিজনও এবার শেষের মুখে। নতুন সিজন শুরু হলে পুরনো কথা দর্শক ভুলে যাবে।
এর আগে শোটি নিয়ে অমিত কুমার বলেছিলেন, সবই পূর্বপরিকল্পিত ছিল। শো শুরুর তাঁকে ভাল মন্দ নির্বিশেষে সব প্রতিযোগীদের প্রশংসা করতে বলা হয়েছিল। অমিত কুমার বলেন, টাকার প্রয়োজন সবারই আছে। আর টাকার বিনিময়েই ওই শো তে অতিথি বিচারক হিসাবে যেতে রাজি হয়েছিলেন তিনি। তাঁকে যেমনটা বলা হয়েছিল তেমনটাই করেছিলেন তিনি। প্রশংসা সবারই করেছিলেন কিন্তু কয়েক জনের গান শুনে তাঁর ইচ্ছা করছিল শো মাঝপথেই বন্ধ করে দিতে।
প্রসঙ্গত, অতি সম্প্রতি বিগ বস ১৪ তে অংশগ্রহণ করেছিলেন রাহুল বৈদ্য। শোয়ের মধ্যে থেকেই বান্ধবী দিশা পারমারকে বিয়ের প্রস্তাব দেন তিনি। বিগ বস থেক বেরিয়ে ‘খতরো কে খিলাড়ি’তে অংশ নিয়েছিলেন রাহুল। কিছুদিন আগেই শুটিং শেষ করে দেশে ফিরেছেন তিনি। এখন দিশার সঙ্গে বিমের তোড়জোড় চালাচ্ছেন রাহুল বৈদ্য।