এখনই লাঘব হচ্ছে না কড়া বিধিনিষেধ, এবারেও ট্রেন নাও চলতে পারে বাংলায়

বাংলা হান্ট ডেস্কঃ পরপর কড়া বিধিনিষেধের জেরে এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে রাজ্যের করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরেই লাগাতার সংখ্যাটা রয়েছে হাজারের নিচে। শেষ ২৪ ঘন্টাতেও নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮১ জন। মৃত্যুর সংখ্যা ১১। যার জেরে লকডাউন ইতিমধ্যেই অনেকটা শিথিল করেছে রাজ্য সরকার (west bengal government)। কিন্তু এখন বড় প্রশ্ন হল, কবে স্বাভাবিক হবে পরিবহন ব্যবস্থা। কবেই বা উঠবে এই কড়া বিধি নিষেধ। শেষবার ১৫ জুলাই অবধি বিধি নিষেধ কার্যকর রেখেছিল নবান্ন। এবার কি একেবারে মুছে দেওয়া হবে বিধি-নিষেধের এই গণ্ডি?

নবান্ন সূত্রে খবর, এখনই তেমন কোনো সম্ভাবনা নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) একবারে বিধি নিষেধ সম্পূর্ণ তুলে নেওয়ার বিপক্ষে। তার মতে, সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও তা একেবারে কমে যায়নি। সাথে সাথে আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে তৃতীয় ঢেউ নিয়েও। সেই কারণেই এখনই সমস্ত বিধি নিষেধ উঠিয়ে নিয়ে পরবর্তী ক্ষেত্রে সমস্যা তৈরি করতে চায় না রাজ্য। তবে আরও কিছু কিছু ক্ষেত্রে বাড়তি ছাড় দেবে রাজ্য সরকার।

স্বাভাবিকভাবেই প্রশ্ন হল রেল চলাচল ছাড় পাবে কি? ইতিমধ্যেই সোনারপুর সহ বেশ কিছু এলাকায় স্পেশাল ট্রেনকে ঘিরে অবরোধ করেছেন মানুষজন। তাদের দাবি ছিল, দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করুক সরকার। কিন্তু বিক্ষোভ চললেও এক্ষেত্রে সিদ্ধান্ত বদলাননি মুখ্যমন্ত্রী। তিনি পরিষ্কার জানিয়েছেন, এর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন কি হবে সেই অপেক্ষার অবসান?

Lockdown 1 1

নবান্নের এক আধিকারিক জানান, এখনই রেল পরিষেবা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার। আগামীকাল অবধি অপেক্ষা করতে হবে সেই সিদ্ধান্ত জানার জন্য। তবে তিনি এও জানান, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো যায় কিনা তাও ভেবে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অটো এবং সরকারি বেসরকারি বাসের ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। ৫০% যাত্রী নিয়ে শুরু হয়েছে গণপরিবহন। কিন্তু বলাই বাহুল্য তা যথেষ্ট নয়। তাই আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, সে দিকেই নজর থাকবে সকলের।

 

Abhirup Das

সম্পর্কিত খবর