বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যপালের হস্তক্ষেপ দাবী করেই থেমে যাবে না বিজেপি (bjp) শিবির, মুকুল রায়কে (mukul roy) পিএসি চেয়ারম্যান পদ থেকে সরাতে বহুদূর পর্যন্ত যেতে রাজী গেরুয়া শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো রয়েইছেন, সেইসঙ্গে মুকুল রায়কে সরাতে আসরে নামতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)।
এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘দেশের মানুষের জানা দরকার, ভোটের পর থেকে একদিকে যেমন রাজ্য জুড়ে হিংসা ছড়িয়ে পড়েছে, তেমনি বিধানসভাতেও সংবিধান মান্য করা হচ্ছে না। দলের সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশ মত, লোকসভার অধ্যক্ষের সঙ্গে ইতিমধ্যেই আমাদের কথা হয়েছ এবং আমরা আগামী সপ্তাহে আমরা রাষ্ট্রপতির দারস্থ হব’।
জানা গিয়েছে, মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান পদ সরানোর দাবিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দারস্থ হওয়ার পাশপাশি প্রত্যেক রাজ্যের বিধানসভার অধ্যক্ষদের কাছেও চিঠি পাঠাবে বিজেপি শবির।
মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার পরিপ্রেক্ষিতে তৃণমূলকে কটাক্ষ করতেও ছেড়েনি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিজেপির টিকিটে জিতে এবং তৃণমূলে যোগ দিয়ে পিএসি চেয়ারম্যান হয়েছেন মুকুল রায়। নিজেদের আর্থিক দুর্নীতি ঢাকতেই, বিরোধী দলের কাউকে পদে বসতে দিচ্ছে না তৃণমূল’।
মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করায় বিধানসভার ৮ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যপালের দারস্থ হন ৮ বিজেপি বিধায়ক। এবিষয়ে শুভেন্দু বলেন, ‘PAC নিয়ে এবং রাজনীতি করছে তৃণমূল। ১৯৬৭ সাল পর্যন্ত লোকসভাতে PAC চেয়ারম্যান হতেন ভারতের অর্থমন্ত্রী। তারপর থেকে এই নিয়মে পরিবর্তন হয়। আমরা অশোক লাহিড়িকে PAC চেয়ারম্যান করতে চাইলেও, তাতে মান্যতা না দিয়ে নিয়ম ভেঙে মুকুল রায়কে সেই পদ দেওয়া হয়েছে’।