ডুবন্ত নৌকা বাঁচাতে ভরসা পিকে, খুব শিগগিরি যোগ দিতে পারেন কংগ্রেসে! জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ আগামী লোকসভার জন্য মোদী (Narendra Modi) বিরোধী জোট তৈরিতে ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) যে কোমড় বেঁধে নেমেছেন তা ভালই বোঝা গিয়েছে তার গত কয়েকদিনের বেশ কয়েকটি পদক্ষেপে। ইতিমধ্যেই এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছেন তিনি। অন্যদিকে তিনি এও বলেছেন আগামী লোকসভায় বিজেপির (BJP) বিরুদ্ধে কোনও তৃতীয় ফ্রন্টে ভরসা নেই তার। অবশেষে সোমবার কংগ্রেস (Congress) নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) সঙ্গে বৈঠক করলেন প্রশান্ত। যার জেরে আবার নতুন করে সামনে আসছে অনেকগুলি জল্পনা।

জানা গিয়েছে, দিল্লিতে কংগ্রেস সাংসদের বাসভবনে এই বৈঠক করেন প্রশান্ত। সশরীরে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে অংশগ্রহণ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। তবে এই বৈঠক শুধু রণনীতি গঠনের বৈঠক নয় বলেই মনে করছেন অনেকে। বিভিন্ন রাজ্যে লাগাতার হারের সম্মুখীন হয়েছে কংগ্রেস। গত দুবারের লোকসভা নির্বাচনেও কার্যত ব্যর্থ তারা। এই অবস্থা থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে হলে শুধু রণনীতি নয় আরও বেশ কিছু পরিবর্তন দরকার।

সূত্রের খবর অনুযায়ী এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয় এই বৈঠকে। শুধু তাই নয়, পাঞ্জাবের দুই বর্ষীয়ান নেতা মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং নবজোৎ সিং সিধুর মতপার্থক্য নিয়েও আলোচনা হয় বৈঠকে। সূত্রের খবর অনুযায়ী, প্রশান্ত শুধুমাত্র ভোট কুশলী হিসেবে কাজ করতে চান না। সরাসরি কংগ্রেসে যোগও দিতে পারেন তিনি। যদিও এ বিষয়ে সরাসরি কিছু খুলে বলেননি পিকে।

prashant kishore attacks narendra modi

তবে শুধুমাত্র ভোট কুশলীর মুখ যে তিনি বদলাবেন, তার ইঙ্গিত আগেও মিলেছে। বাংলায় বিধানসভা নির্বাচনে ভোট প্রকৌশলী হিসেবে সাফল্য পাওয়ার পরেই তিনি জানিয়েছিলেন, এ ধরনের কাজ আর করতে চান না তিনি। রাজনীতিতে আসার ইঙ্গিতও দিয়েছিলেন পিকে। কিন্তু সে ক্ষেত্রে অনেকেই ভেবেছিল, হয়তো বা নিজেই কোনও রাজনৈতিক দল তৈরি করে বিহার থেকে চমক দেবেন তিনি। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, সেই রণনীতি বদলাতে পারে নিজেই এবার কংগ্রেস দলে যোগ দিতে পারেন পিকে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর