‘মানব মল’ ফেলে সাগর দূষিত করছে চীন! স্যাটেলাইটে ধরা পড়ল বেজিংয়ের কাণ্ড কারখানা

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার এক মার্কিন বিশেষজ্ঞ দাবি করেছেন, বহু বছর ধরে দক্ষিণ চীন সাগরে (south china sea) মানব বর্জ্য এবং নোংরা জল ফেলছে চীনা (china) জাহাজ। যার ফলে কেরল রিফে বসবাসকারী মাছেরা প্রভূত ক্ষতির সম্মুখীন হছে। মাছেদের মৃত্যুর পাশাপাশি শৈবালও জমছে সমুদ্রে।

সিমুলারালিটি ইনক-এর একটি সংস্থা লিজ ডের জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে কিভাবে বিগত ৫ বছর ধরে মানুষের মলত্যাগ, নোংরা জল দক্ষিণ চীন সাগরে ফেলছে। যার কারণে দক্ষিণ চীন সাগরে শৈবাল উৎপাদিত হচ্ছে এবং যার কারণে মাছেরা মারা যাচ্ছে। সেইসঙ্গে মৎস্যজীবীরাও প্রভূত ক্ষতির সম্মুখীন হবে।

bbvvbvb

লিজ ডের জানিয়েছে, সমুদ্রে মানুষের বর্জ্যের পাশাপাশি নোংরা জলও সমুদ্রে ফেলছে চীন। শুধুমাত্র ১৭ ই জুন প্রায় ২৩৬ টি চীনা জাহাজ দেখা গিয়েছিল, যা সমুদ্রে নোংরা ফেলতে এসেছিল। স্প্রেটলিতে নোঙ্গর করা কয়েকশো জাহাজ সেখানে বন্দী এবং ময়লা সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে। যখন সেখানে জাহাজ চলাচল বন্ধ থাকে, তখন চীন ময়লা ফেলার এই কাজ করে।

XCVB2 2

লিজ ডের আরও জানিয়েছে, জলে শৈবাল জমা হওয়ার ফলে, মাছ মরে যাচ্ছে। যা জেলেদের আর্থিক উপার্জন সংকটে ফেলছে। পাশাপাশি পরিবেশকেও ব্যাপকভাবে ক্ষতি করছে চীনের খারাপ এই কাজ। তবে এই ঘটনায় চীনের পক্ষ থেকে এখনও অবধি কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে চীনা আধিকারিকদের দাবী, দক্ষিণ চীন সাগর নিয়ে তাঁরা অত্যন্ত সচেতন। শুধু তাই নয়, জলজ জীবন রক্ষার্থে তাঁরা বিভিন্ন পদক্ষেপও নিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর