বাংলাহান্ট ডেস্কঃ বাংলার বুকে আবারও উঠল কাটমানি নেওয়ার অভিযোগ। জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে এই অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল (tmc) নেতার বিরুদ্ধে। অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতা সোয়াইপ মেশিন হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কাটমানি তুলছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েত এলাকায়। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার বাসিন্দাদের থেকে ১০০ দিনের কাজ দেওয়ার বিনিময়ে কাটমানি তুলছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের নামে। যা নিয়ে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘ঠিক মত ১০০ দিনের কাজও জোটে না এখানে। তাও যদি কেউ সেই কাজ পায়, তাহলে কাজ দেওয়ার বিনিময়ে কাটমানি দিতে হয় তৃণমূল নেতাকে। আর সেই টাকা নেওয়ার জন্য তৃণমূল নেতা এবং তাঁর সদস্যরা আমাদের বাড়ি বাড়ি এসে হাজির হয়। কখনও আমাদের আঙ্গুলের ছাপ নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে, আবার কখনও সোয়াইপ মেশিন নিয়ে আমাদের বাড়িতে এসে টাকা তুলে নিয়ে যাচ্ছেন’।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সদর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসীম রায় জানিয়েছেন, ‘অভিযুক্ত ব্যক্তি পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত ছিলেন। এলাকাবাসীরা কাজকর্ম পাচ্ছিল না, এমনকি আমরাও কাজ করতে গেলে সে এসে বাধা দিত। তারপর শুনছি এলাকাবাসী ১০০ দিনের কাজ পেলে, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সোয়াইপ মেশিন দিয়ে টাকা তুলে নিচ্ছেন ওই ব্যক্তি। তবে এই কাজটা একদমই ঠিক নয়। বাসিন্দাদের অধিকার আছে, ১০০ দিনের কাজের টাকা পাওয়ার’।
এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতার দিক থেকে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে এলাকাবাসী। বুধবার ধুন্ধুমার কান্ড বেঁধে যায় ওই এলাকায়।