মাসে দেড় থেকে দুকোটি ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর


বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র-রাজ্য সংঘাত এই বাংলায় নতুন কিছু নয়। এর আগেও বহু বিষয় নিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। কখনও কোভিডের ওষুধপত্রের উপর কর ছাড়, কখনও পিএম কিষান যোজনার টাকা নিয়ে এর আগেও একাধিকবার কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য। এবার ফিরে একবার আরও বেশি ভ্যাকসিন দেওয়ার আর্জি জানিয়ে কেন্দ্র সরকারকে চিঠি লিখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্দেশ্যে এই চিঠি মমতার। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে কেন্দ্র প্রতিমাসে ৬০-৭০ লক্ষ ভ্যাকসিন দিচ্ছে রাজ্যকে। এই গতিতে ভ্যাকসিনেশনের কাজ চললে, প্রাপ্তবয়স্ক প্রত্যেক ব্যক্তিকে ভ্যাকসিনের দুটি ডোজ প্রদান করতেই প্রায় দু বছর সময় লেগে যাবে রাজ্যের। আর তাই প্রতি মাসে দেড় থেকে দুকোটি ভ্যাকসিন দরকার রাজ্যে। অন্তত কেন্দ্রের কাছে এমনটাই আবেদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শোনা গিয়েছে, আগামী একুশে জুলাইয়ের পর শহীদ দিবস মিটলেই দিল্লি সফরে রওনা দেবেন মমতা। সূত্রের খবর, তখনও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সরাসরি এ বিষয়ে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। তবে তার আগে আজ আজ অথবা কালকের মধ্যেই দিল্লিতে পৌঁছাবে মমতার চিঠি। পর্যাপ্ত ভ্যাকসিন না পাওয়া নিয়ে এই অভিযোগ অবশ্য মুখ্যমন্ত্রী প্রথম তোলেননি। এর আগেও বিভিন্ন সাংবাদিক বৈঠকে বারবার কেন্দ্রের বিরুদ্ধে কম ভ্যাকসিন দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

modi mamata 8

তবে এবার তার এই সরাসরি চিঠি অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। চিঠিতে আরও জানানো হয়েছে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের টিকাদান করতে দুই থেকে আড়াই বছর সময় লাগে করোনার মোকাবিলা করা আরও কঠিন হয়ে পড়বে। উল্লেখ্য, ভয় রয়েছে তৃতীয় ঢেউয়েরও। তাই আগামী দিনে মমতার এই চিঠির জবাব দেয় কেন্দ্র সে দিকেই নজর থাকবে সকলের।

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর