বাংলাহান্ট ডেস্কঃ নয়ডা (noida) বিমানবন্দর থেকে ফিল্ম সিটি পর্যন্ত চলবে দেশের প্রথম পোড ট্যাক্সি (pod taxi)। ইন্ডিয়ান পোর্ট রেল এবং রোপওয়ে কর্পোরেশন লিমিটেড নয়ডা বিমানবন্দর থেকে ফিল্ম সিটি পর্যন্ত ১৪ কিলোমিটারের মধ্যে চালকবিহীন পোড ট্যাক্সির জন্য যমুনা কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত ডিপিআর জমা দিয়েছে।
এই বিষয়ে যমুনা এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সিইও ডঃ অরুণভীর সিং জানিয়েছেন, ইআইডিএ বোর্ডের সামনে রাখা হবে এই ডিপিআর। তারপর সরকারের থেকে অনুমোদন পাওয়ার পরই এই কাজ শুরু করা হবে।
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর জেবর পর্যন্ত পৌঁছানোর জন্য গণপরিবহনকে শক্তিশালী করার দিকে আরও একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। যার কারণেই এই পোড ট্যাক্সি চালুর তোরজোড় করা হচ্ছে।
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিল্ম সিটির দূরত্ব প্রায় ৫.৫ কিমি। এই পথের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য ইয়েদা সেক্টর ২১, ২৮, ২৯, ৩২, ৩৩-র মধ্যে দিয়ে নয়ডা বিমানবন্দর থেকে ফিল্ম সিটির মধ্যে চলবে পোড ট্যাক্সি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি সেক্টরেই স্টপেজ দেওয়া হবে।
সূত্রের খবর, এই পোড ট্যাক্সি চালু করতে ৮৬২ কোটি টাকা খরচ হতে পারে রাজ্য সরকারের। প্রতি কিমি ৫০-৬০ কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলেই জানা গিয়েছে।