বাংলাহান্ট ডেস্কঃ ভোট পরবর্তী হিংসা নিয়ে এখনও চাপানউতোর চলছে বঙ্গ রাজনীতিতে। প্রথম থেকেই বিজেপি দাবি করে এসেছে, নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তৃণমূলের দুষ্কৃতীদের অত্যাচারের কারণে ঘরছাড়া হাজার হাজার বিজেপি কর্মী। এমনকি বেশকিছু গেরুয়া শিবিরের কর্মীদের মারধর করে তাঁদের ঘরবাড়িও ভেঙে দেওয়া হয়েছে।
এই ইস্যুতে আবারও তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) ট্যুইটে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। অন্যদিকে দিলীপ ঘোষের কটাক্ষের পাল্টা জবাব দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (kunal ghosh)। নির্বাচনের পর দলের মধ্যেই ওঠা দিলীপ বিরোধী আওয়াজকে ইস্যু করে ঠুকলেন কুণাল ঘোষ।
1.1 W.B State Govt. formed a five-member SIT to investigate the murder of TMC leader of Mangalkot. Whereas, since the announcement of the election results, about 50 BJP workers have been brutally assassinated. pic.twitter.com/LaCZZCCYi7
— Dilip Ghosh (@DilipGhoshBJP) July 18, 2021
রবিবার নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ ঘোষ লেখেন, ‘মঙ্গলকোটের তৃণমূল নেতার খুনের কিনারা করতে রাজ্য সরকার তড়িঘড়ি পাঁচ সদস্যর সিট গঠন করে ফেলল। কিন্তু দেখুন নির্বাচনের ফল প্রকাশের পর থেকে প্রায় ৫০ জন বিজেপি কর্মীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কিন্তু খেলায় মগ্ন মুখ্যমন্ত্রী এই রক্তবন্যায় আনন্দিত হয়ে ঘটনাগুলো অস্বীকার করেন। তাঁদের পরিবারের বুকফাটা কান্নায় কর্ণপাত করেন না মাননীয়া’।
মুখ্যমন্ত্রীকে করা দিলীপ ঘোষের আক্রমণের পাল্টা দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘আসলে লড়াইটা হচ্ছে দিলীপ ঘোষ ও তৎকালীন বিজেপির মধ্যে। দলে টিকে থাকার জন্য কুৎসা রটনা করছেন দিলীপ ঘোষ। উনি কি বলছেন না বলছেন সেটা কোন বড় বিষয় নয়। তৎকাল বিজেপি চাইছে দিলীপ বাবুকে সরিয়ে দিতে, তাই লড়াইটা চলছে নিজেদের মধ্যে। আসলে তৃণমূলকে আক্রমণ না করলে, নিজের অস্তিত্ব বোঝাবেন কি করে। এটা প্রকৃতপক্ষে ওনার বেঁচে থাকার লড়াই’।