বাংলা হান্ট ডেস্কঃ সোমবার পূর্ব মেদিনীপুর জেলায় ভোট পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে SP অফিসের সামনে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপির নেতা কর্মীরা। সেই বিক্ষোভ কর্মসূচি থেকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা চলছে। রাজ্যের একাধিক পুলিশ কর্তার নাম জড়িয়ে রয়েছে সেই মামলায়। দিদিমণি ও অভিষেককে কেউ বাঁচাতে পারবে না।”
শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনাদের হাতে রাজ্য সরকার থাকলেম আমাদের হাতেও কেন্দ্র সরকার রয়েছে। তাই আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না।” শুভেন্দুবাবু বলেন, পূর্ব মেদিনীপুর জেলা থেকে এক বাচ্চা ছেলে পাঠানো হয়েছে। বেছে বেছে আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এখনও বলছি সময় থাকতে সচেতন হয়ে যান, নাহলে ভবিষ্যৎ খারাপ হয়ে যাব।”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী SP কে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনি সেন্ট্রাল ক্যাডার অফিসার। আপনি এমন কিছু করবেন না, যাতে আপনাকে কাশ্মীরের অনন্তনাগ বা বারামুলায় গিয়ে ডিউটি করতে হয়।” শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিনে ১ লক্ষ মানুষ তিনি জমায়েত করবেন।
বিজেপি কর্মীদের উপর অত্যাচার, নেতা-কর্মীদের মিথ্যা মামলা ফাঁসানো। ভুয়ো ভ্যাকসিনের ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওনার সঙ্গে এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ছিলেন অশোক দিন্দা, বিধায়ক তাপসী মণ্ডল, শান্তনু প্রামাণিক এবং অন্যান্যরা।