বাংলাহান্ট ডেস্কঃ রেশন (ration) বিলির ক্ষেত্রে এক নতুন নির্দেশিকা জারী করল রাজ্য সরকার। এবার থেকে আর মাসের শেষ দিনে দেওয়া হবে না রেশন, মাসের অন্য যেকোন দিন গ্রাহককে নিজের রেশন সামগ্রী তুলে নিতে হবে- এমনটাই জানাল রাজ্য। এই সংবাদ রাজ্য ও জেলায় দপ্তরের সমস্ত স্তরেও জানিয়ে দিয়েছে খাদ্যদপ্তর (Food Department)।
সোমবার সরকারী ভাবে এই নতুন নির্দেশিকা জারী করা হয়েছে। আর এই নিয়ম চালু হচ্ছে এই জুলাই মাস থেকেই- এমনটাও জানা গিয়েছে। সূত্রের খবর, প্রতি মাসে কত গ্রাহক রেশন নিলেন, সেই তথ্য সরকারি পোর্টালে তুলে দেওয়ার জন্য প্রতি মাসের শেষ দিনে রেশন বিলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের জন্যই পৃথক পৃথক রেশন গ্রাহকের পোর্টাল রয়েছে। সেই পোর্টালে গ্রাহকদের তথ্য তুলে দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না হলে একবারে সব কাজ করতে গিয়ে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। তারউপর বর্তমানে আগস্টের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়য় নির্ধারণ করা হয়েছে। সেই কাজও চলছে জোর করদমে। সবমিলিয়ে জটিলতা কিছুটা কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবার গ্রাহকের নথি সঠিক সময়ে তুলে না রখলে, হিসেবেও গরমিল থেকে যায়। যার কারণে গতবছর পুজোর মুখে কেন্দ্র সরকারের পাঠানো বিনামূল্যের রেশনের এক মাসের বিলির হিসেব দিতে একদিন দেরী হওয়ায়, শেষ মাসে আর রেশন পাঠায়নি কেন্দ্র সরকার। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই জন্যই এমন পদক্ষেপ নেওয়া।