মুম্বাই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে খুব শীঘ্রই হেফাজতে পেতে চলেছে ভারত

বাংলাহান্ট ডেস্কঃ শীঘ্রই তাহাউর রানাকে (tahawwur rana) হেফাজতে পেতে চলেছে ভারত (india)। মুম্বই হামলার (Mumbai Attack) অন্যতম মূল অভিযুক্ত এই তাহাউর রানা বর্তমানে আমেরিকার জেলে বন্দি। বাইডেন প্রশাসনের কাছে আর্জি জানিয়ে, এবার তাঁকে ভারতে মাটিতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

প্রকৃতপক্ষে পাক সেনায় একজন কর্মরত চিকিৎসক ছিলেন তাহাউর রানা। পরবর্তীতে কানাডার নাগরিকত্ব নিয়ে সেখানে থাকতে শুরু করলেও, ‘বেসরকারিভাবে’ আইএসআইয়ের একজন বিশ্বস্ত চর ছিলেন রানা। আইএসআইয়ের থেকে বেতন না মিললেও, তাঁদের থেকে সবরকম সুবিধা পেতেন রানা।

bjvbjvbjb

জেরায় জানা যায়, মুম্বই হামলার সঙ্গে রয়েছে রানার। আবার হেডলির সঙ্গে মুম্বইয়ে একটি ভুয়ো অভিবাসন খুলে সেখানে কানাডা ও আমেরিকার ভিসা পাইয়ে দেওয়ার আড়ালে, ভারতে হামলার জন্য গুপ্তচর নিয়োগ করতেন রানা। এমনকি হামলার আগে, তাজ হোটেলে উঠে সবকিছু দেখে গিয়েছিলেন বলেও জানা গিয়েছে। তবে নিজের দিকে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তাহাউর রানা।

২৬/১১ কাণ্ডের জেরে বর্তমানে ২০১৩ সালে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডে আমেরিকায় জেলে রয়েছেন রানা। তবে ২০২০ সালে তাঁর স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিল মার্কিন প্রশাসন। কিন্তু ভারতের অনুরোধে রানার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়। জইশ-ই-মহম্মদ জঙ্গি নেতা মাসুদ আজহার, হিজবুল নেতা সৈয়দ সালাউদ্দিন এবং লস্কর-ই-তইবার নেতা হাফিজ সইদের থেকে কোন অংশে রানার অপরাধ কম করে দেখা হচ্ছে না। সূত্রের খবর, রানার কারাবাসের মেয়াদ শেষ হলে ২০২১ সালের ডিসেম্বর মাস নাগাদ ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-র হাতে তুলে দেবে আমেরিকা।

Smita Hari

সম্পর্কিত খবর