বাংলাহান্ট ডেস্ক: নয় নয় করে বেশ অনেক বছরই টলিউড ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly)। বর্ধমানের মেয়ে শুভশ্রী নিজের চেষ্টা ও।কঠোর পরিশ্রমে এখন বাংলা সিনেমার প্রথম সারির একজন অভিনেত্রী হয়ে উঠেছেন। সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়শৈলীতেও আরো শান দিয়েছেন। তাঁর শেষ ছবি পরিণীতা দেখেই দর্শকদের তা মালুম হয়েছে।
তবে আপাতত ছোট ছেলে ইউভানকে নিয়েই বেশি সময়টা কাটছে শুভশ্রীর। প্রথমবার মা হতে গিয়ে স্বাভাবিক নিয়মেই কিছুটা ওজন বেড়েছে তাঁর। ছেলে একটু বড় হতেই শরীরচর্চা করে আবার আগের শেপে ফিরে আসার তোড়জোড় শুরু করে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু তিনি যতই চেষ্টা করুন না কেন নেটিজেনদের একটি শ্রেণী ট্রোল করতে ছাড়ছে না।
সম্প্রতি শুটিংয়ের কাজে বাইরেও বেরোতে শুরু করেছেন শুভশ্রী। জি বাংলার ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে রয়েছেন তিনি। কাজে ফিরতেই যে শুভশ্রীর উপর আক্রমণের মাত্রাটা দ্বিগুণ হয়ে গিয়েছে। কিছুজনের বক্তব্য, শুভশ্রীর যেহেতু ওজন বেড়েছে তাই তিনি ইচ্ছা মতো পোশাক পরতে পারবেন না। দেদারে বডি শেমিং চলছে নেটদুনিয়ায়। সম্প্রতি ডান্স বাংলা ডান্সের মঞ্চে নাচার জন্য ফের কু্ৎসিত কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।
ডান্স বাংলা ডান্সের একটি সাম্প্রতিক এপিসোডে নীল বডি হাগিং ড্রেসে উপস্থিত হয়েছিলেন শুভশ্রী। এই পোশাকের জন্য আগেই আগেই এক তরফা ট্রোল হতে হয়েছে তাঁকে। এই এপিসোডে সঞ্চালক অঙ্কুশের সঙ্গে হিন্দি গানের সঙ্গে মঞ্চে কোমর দোলাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উড়ে এসেছে একের পর এক কটাক্ষের তীর। এক ব্যক্তি লিখেছেন, ‘আগে ভূরিটা কমান। ছয় মাসের প্রেগনেন্ট লাগছে’।
এমন কটাক্ষ নতুন নয় শুভশ্রীর কাছে। অন্তঃসত্ত্বাকালীন সময়েও তাঁর স্বাভাবিক ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। ইউভানের জন্মের পরে এখনো তাঁকে শুনতে হচ্ছে, আগের মতো আর ভাল লাগে না শুভশ্রীকে। কারণ আগের মতো স্লিম ফিগার আর নেই তাঁর। একাধিক বার ট্রোলের সপাটে জবাব দিয়েছে শুভশ্রী। আবার অনেক সময় মৌনতা অবলম্বন করাই শ্রেঠ পন্থা বলে মনে হয়েছে তাঁর।