বাংলা হান্ট ডেস্কঃ তক্ষশিলার সঙ্গে যুক্ত থাকা আচার্য চাণক্য (Chanakya) ছিলেন সে যুগের একজন বিখ্যাত পন্ডিত। সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শনশাস্ত্র, অর্থশাস্ত্র সমস্ত বিষয়ই তাঁর ছিল অগাধ জ্ঞান। তার এই দুর্দান্ত পান্ডিত্যের জন্য তাঁকে ভারতের মেকিয়াভেলি বলেও সম্বোধন করা হয়। তাঁর অনেক নীতি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মানুষ। তৎকালীন সময়ে চন্দ্রগুপ্ত মৌর্য এবং তাঁর পুত্রের রাজ উপদেষ্টা ছিলেন তিনি। কৌটিল্য নামে রচিত তাঁর অর্থশাস্ত্র আজও একই রকম প্রাসঙ্গিক।
তাঁর নীতিকে বলা হয় চাণক্য নীতি। চাণক্য নীতি অনুসরণ করলে আজও অনেক সমস্যার সহজ সমাধান পেতে পারেন আপনি। তেমনি কয়েকটি নীতি নিয়ে আজ আলোচনা করবো আমরা। জীবনে সাফল্য পেতে চাইলে চাণক্যের এই তিনটি নাকি অবশ্যই অনুসরণ করতে পারেন আপনিও।
কঠোর পরিশ্রমঃ জীবনে সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম হলো একেবারে প্রথম ধাপ। চাণক্যের মতে পরিশ্রমের কোন বিকল্প নেই, সহজ উপায় খুঁজতে গিয়ে যারা সময় নষ্ট করেন সাফল্য ক্রমশ তাদের থেকে দূরে সরে যায়। যিনি কঠোর পরিশ্রম করতে পারেন মাতা লক্ষ্মীও তার সহায় হন।
নিষ্ঠা এবং সমর্পণঃ চাণক্যের মতে, সাফল্য লাভের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিষ্ঠা এবং সমর্পণ। নিজের লক্ষ্যে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পিত না করতে পারলে সাফল্য অধরাই থেকে যাবে। একইসঙ্গে দরকার কাজের প্রতি নিষ্ঠা।
সম্পদঃ অনেক সময় সম্পদ নিয়ে আমরা বড় বেশি চিন্তা করি। চাণক্যের মতে, যত কম সম্পদ ব্যবহার করে কঠিন পরিশ্রমের মাধ্যমে সাফল্য লাভ করার চেষ্টা করবে, ততই বাড়বে আত্মবিশ্বাস। তাই প্রয়োজনীয় সম্পদ সব সময় না থাকা কোন বড় বিষয় নয়। বরং কম সম্পদ ব্যবহার করেই সাফল্য লাভের চেষ্টা করা উচিত।