বকরি ঈদে বদ্রিনাথ মন্দিরে ‘নামাজ” পড়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে হিন্দু সংগঠন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ হিন্দুদের পবিত্র স্থলের মধ্যে একটি হল বদ্রিনাথ ধাম (Badrinath Dham)। সেখানে বকরি ঈদের একদিন আগে বুধবার মুসলিম শ্রমিকদের দ্বারা নামাজ পড়ার কাণ্ড এখন বড়সড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হিন্দু সংগঠনের কর্মীরা উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী সতপাল মহারাজের কাছে স্মারকলিপি জমা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। এরপর পর্যটন মন্ত্রী চামোলি পুলিশকে এই ঘটনার তদন্ত করার দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে পুলিশ জানিয়েছে যে, এই মামলায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, বদ্রিনাথ ধামে আস্থা পথ নামের একটি সংস্থা পার্কিং স্থলের নির্মাণ করছিল। সেই নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের মধ্যে কয়েকজন মুসলিমও ছিল। বুধবার ১৫ জন মুসলিম কর্মী সেখানে ঈদের নামাজ পড়ে। চামোলি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, মুসলিম শ্রমিকরা একটি বন্ধ কামরায় কোভিড প্রটোকল মেনে নামাজ পড়েছিল।

কিন্তু রাজ্যের পর্যটন মন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে বিশ্ব হিন্দু পরিষদের নেতারা অভিযোগ করে বলেছেন যে, বদ্রিনাথ ধামে ইচ্ছে করে নামাজ পড়া হয়েছে। তাঁরা এটাও বলেছে যে, করোনার কারণে বদ্রিনাথ ধাম পুরোপুরি বন্ধ রয়েছে। সেখানে বর্তমানে হিন্দুদের ঢোকারও অনুমতি নেই, তাহলে মুসলিমরা কীভাবে নামাজ পড়ল?

বিশ্বহিন্দু পরিষদের নেতাদের দেওয়ার স্মারকলিপির পর পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ এই বিষয়ে মামলাও দায়ের করেছে বলে জানা গিয়েছে। যদিও, পুলিশ এই বিষয়ে একটি টুইট করে জানিয়েছে যে শ্রমিকরা বন্ধ কামরায় লাউডস্পিকার আর মৌলবি ছাড়াই নামাজ পড়েছে। আর করোনার বিধিনিষেধও পালন হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

X