বাংলাহান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার করোনা আবহে প্রকাশিত হয় ২০২১-এর উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) ফলাফল। করোনা আবহে পরীক্ষা না হলেও, বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়। আর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস এই ফল ঘোষণার পর থেকেই রীতিমত ফেমাস হয়ে যান মুর্শিদাবাদের রুমানা সুলতানা (rumana sultana)।
করোনা আবহে পরীক্ষা না হলেও বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেন মুর্শিদাবাদের কান্দি পুরএলাকার ১১ নম্বর ওয়ার্ডের হোটেল পাড়ার বাসিন্দা রুমানা সুলতানা। সেখানকার কান্দি মণীন্দ্রচন্দ্র গার্লস স্কুলের ছাত্রী হলেন রুমানা। উচ্চমাধ্যমিকে ৫০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯।
জানা গিয়েছে শিক্ষক পরিবারের সন্তান রুমানা। তাঁর বাবা রবিউল আলম পেশায় একজন শিক্ষক, যিনি ভরতপুর থানার অচলা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক। রুমানার মা সুলতানা পারভীন ভরতপুরের গয়সাবাদ অচলা বিদ্যামন্দিরে শিক্ষিকা। বাবা মায়ের সাহায্যেই মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করার পর, এবার উচ্চমাধ্যমিকে আরও ভাল ফল করে প্রথম স্থান অধিকার করে নেয় রুমানা।
তাঁর এই ফলাফল খুশি হাওয়া তাঁর পরিবা থেকে প্রতিবেশি সর্বত্রই। তবে রুমানার ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই বিতর্কের সূত্রপাত হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস (Mahua Das) ফল প্রকাশের সময়, রুমানার নাম না নিয়ে তাঁর ধর্মের উল্লেখ করেন একাধিকবার। আর তাঁর জেরেই শুরু হয় বিতর্ক।
তবে সব বিতর্ককে পাশে রেখে কৃতী ছাত্রীকে শুক্রবার সংবর্ধনা দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে। আর সেখানেই এক বড় ঘোষণা করেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী। তিনি বলেন, ‘মুশির্দাবাদের নাম উজ্জ্বল করেছে রুমানা সুলতানা। তাঁর মত একজন যোদ্ধা ছাত্রীকে দেখে, জেলার অন্যান্য ছাত্রীরাও উৎসাহ পাবে। তাই কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হবে রুমানাকে’।